শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হাওরে কৃষকের স্বপ্নভঙ্গ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক :দেখতে দেখতে সুনামগঞ্জের হাওরবাসীর স্বপ্ন ডুবছে। ২০ বছর আগে একবার চৈত্র মাসের প্রথম দিকে জলাবদ্ধতায় সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের ফসল নষ্ট হয়েছিল। দীর্ঘদিন পর আবারও চৈত্রের মাঝামাঝি সময়ে ভারি বর্ষণ, পাহাড়ি ঢলে প্রায় ১৫ লাখ কৃষকের স্বপ্ন ভেঙেছে। কোথাও বাঁধ ভেঙে, আবার কোথাও বাঁধ উপচে পানি এসে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল।

৩ এপ্রিল সোমবার ‘হাওরে কৃষকের স্বপ্নভঙ্গ’ শিরোনামে দৈনিক সমকালে প্রকাশিত এক সংবাদে এই তথ্য উঠে এসেছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত জেলার ছোট-বড় ৪২টি হাওর হয় বাঁধ ভেঙে, না হয় ডুবরায় ডুবে গেছে। এগুলো হচ্ছে- তাহিরপুরের মহালিয়া, বলদা, লোভা, ঘোলঘাট, গইন্নাকুড়ি, নজরখালি, মিথ্যাডুবা, ঘুরমার বর্ধিতাংশ ছনার হাওর। ধর্মপাশার ধারাম, টগা, বোয়ালা, সালদিঘা, হামলাদিঘা, মারদারিয়া, ডুবাই, ঘুরমা, পাসুয়া ও মেঘনার, শাল্লা উপজেলার বরামের একাংশ ও বাঘারবন্দ হাওর, ছাতকের নাইন্দা, জল্লার, বাঙাডিঙ্গা, চাপতি ও সুরির হাওর, জগন্নাথপুরের বৃহৎ নলুয়া, দক্ষিণ সুনামগঞ্জের পাখিমারা, জামখলা, চিত্রাকান্দা, দেখারহাওরের একাংশ, দোয়ারাবাজার উপজেলার বন্দেহরি, নাইন্দা, ছাতল, বড়হাওর, ছনুয়া, দিঘা, মাইগাকুনা, জঙমারা, নলুয়া, লগিমারা, কাকিআইল, লাইম ও কনছখাই হাওর। এসব হাওরে স্থানীয় কৃষকদের হিসাব অনুযায়ী ২৮ হাজার ২০০ হেক্টর ফসল ডুবেছে। বাকি হাওরগুলোর ডুবে যাওয়া ঠেকাতে প্রাণপণ লড়াই করছেন কৃষক। এদিকে, গতকাল সকালে শিলাবৃষ্টিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমার উত্তরপাড়ের সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল ও দুপুরে জেলার সর্ববৃহৎ দেখারহাওরের দিঘদাইড়, উতারিয়া ও টোলাখালি স্লুইসগেট দিয়ে পানি ঢুকতে শুরু করেছে। বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার জিরাক তাহিরপুর বাঁধ ভেঙে জেলার আরেক বৃহৎ হাওর খরচায় পানি ঢুকছে। এই বাঁধের ভাঙনের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে

পানির শব্দ শুনিয়ে কাঁদতে কাঁদতে হাওরপাড়ের রাধানগর গ্রামের কৃষক বলছিলেন, ‘ভাই, পানির শব্দ আমার মোবাইলে শুনুন, শোঁ শোঁ শব্দে আমাদের বুকের পাঁজর ভাঙছে। বাঁধের কাজ আগে হলে এমন হতো না।’

পূর্বাশা নিউজ /রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি