শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষকদের ভয়ে শরীরে আগুন দিল পঞ্চম শ্রেণির ছাত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

১২ বছর বয়সি পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র স্কুলে কোনো একটা ঝামেলা করেছে। শিক্ষকরা সে কথা জানতে পেরে ছাত্রটিকে তার বাবা-মা ও পুলিশকে জানিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিল। ছাত্রটিও শিক্ষকদের কথায় ভয় পেয়ে যায়। চাপ সহ্য করতে না পেরে শরীরে আগুন দিয়ে অত্মহত্যার চেষ্টা করে ছাত্রটি। ছাত্রটি হাসপাতালেিএখন চিকিৎসাধীন রয়েছে।

৮ সেপ্টেম্বর শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ওই ছাত্রটি গায়ে আগুন দেয়। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে।

ছেলেটির বাবার অভিযোগ, শুক্রবার স্কুল থেকে ফিরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় সে। শিক্ষক এবং অধ্যক্ষ তাকে ভয় দেখিয়েছিলেন, তার কোনো অপরাধের জন্য বাবা-মা ও পুলিশে খবর দেওয়া হবে।

স্কুলের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য আশিস তামরাকর বলেছেন, ছাত্রটির উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করাই এখন তাদের দায়িত্ব। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি