শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টানা বৃষ্টির বিপত্তি কাটিয়ে যখন রাজধানীবাসী শীত বরণের প্রস্তুতি নিচ্ছে তখনই সোমবার (৩০ অক্টোবর) ভোর থেকে ফের আকাশ গোমড়া মুখে দেখা দিয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরেছে কিছু সময়।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) আকাশ পরিষ্কার হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ফলে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

অক্টোবর ৩০, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি