শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাসের শেষে ফের শৈত্যপ্রবাহ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বছরের শুরুতে জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহে কেঁপেছে সারা দেশ। সেই রেশ সবে কাটতে শুরু করেছে। এবারের হাড় কাঁপানো শীত অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এ মাসের শেষের দিকে মাঝারি মাত্রার আরেকটি শৈত্যপ্রবাহটি বয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে।

গোটা বিশ্বেই এবার শীত হয়ে উঠেছে চরমভাবাপন্ন। শীতে জমে বরফ হচ্ছে হাঙর আর কুমির। কানাডায় ফুটন্ত পানি বাতাসে ছুঁড়লে তা তুষার হয়ে ঝরছে। বাংলাদেশেও শীত তার ক্ষমতা দেখিয়েছে। গত ৮ জানুয়ারি উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কিছু অঞ্চলে। এর আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে এখনও রাজশাহী ও রংপুর বিভাগের কোনো কোনো জেলায় তাপমাত্রা এখনো ১০ ডিগ্রির নিচে। রাজশাহীতে বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রির কাছাকাছি।

পূর্বাশানিউজ/১৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি