শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যক্তিগত গোপনীয়তা বাড়াচ্ছে ফেসবুক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ব্যবহারকারীদের তথ্য চুরি হয়ে গেলে ফেসবুককে জরিমানা করবে ইউরোপিয়ান ইউনিয়ন। এমন একটি আইনের প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বব্যাপী তাদের প্রায় ২ বিলিয়ন গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফেসবুকের একটি ইভেন্টে যোগ দিয়ে শীর্ষ পরিচালনা কর্মকর্তা শার্লি সেন্ডবার্গ বলেন,‘ আমরা বিশ্বব্যাপী একটি নিরাপত্তা কেন্দ্র চালু করব। কেন্দ্রটির মাধ্যমে প্রত্যেক গ্রাহক স্বচ্ছতার মাধ্যমে তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা আরও বৃদ্ধি করতে পারবে’।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ এখনো ফেসবুকের অপব্যবহার রোধ করতে সক্ষম হয়নি । তাই এবছরের শেষ নাগাদ প্রায় ২০,০০০ কর্মকর্তা শুধু গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় নিয়োগ করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের পাশকৃত নতুন আইনে বলা হয়েছে, নাগরিকদের তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে কোম্পানিগুলোকে বার্ষিক আয়ের ৪শতাংশ বা ২০ মিলিয়ন ইউরো সমপরিমাণ জরিমান গুণতে হবে।

উল্লেখ্য,‘দ্য জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) একটি কঠোর আইন যাতে ইন্টারনেটে ওয়েবসাইটগুলো কিভাবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে তার বর্ণনা দেওয়া রয়েছে। রাশিয়ান অনেক ফেক প্রোফাইল থেকে ভুল তথ্য ছড়িয়ে ২০১৬ তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচকে প্রভাবিত করা হয়েছে বলে একটি অভিযোগ উঠে যদিও মস্কো এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

পূর্বাশানিউজ/২৪জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি