শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ‘পরীক্ষার ৩০ মিনিট আগে আসনে না বসলে অনুপস্থিত দেখানো হবে’


‘পরীক্ষার ৩০ মিনিট আগে আসনে না বসলে অনুপস্থিত দেখানো হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮


ডেস্ক রিপোর্ট :

পরীক্ষার শুরুর ৩০ মিনিট (আধা ঘণ্টা) আগে শিক্ষার্থীরা তাদের আসনে না বসলে অনুপস্থিত দেখানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং কমিটি সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে ৩০ মিনিট আগে উপস্থিতির বিষয়টি আরও প্রচার করতে হবে বলেও জানান মন্ত্রী।

আগামী ফেব্রুয়ারি ১ তারিখ থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এদিন ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে বা হলে উপস্থিতির বাধ্যবাধকতা থাকলেও প্রত্যেক শিক্ষার্থীকে ৯টা ৩০ মিনিটে সিটে বসতে হবে। সিটে না থাকলে অনুপস্থিত দেখাবে ইনভিজিলেটর।

এদিকে, পরীক্ষা শুরুর ৭ দিন আগে থেকেই কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগে যা তিনদিন রাখা ছিল।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি