শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দ্রুততম সময়ে সেবা চালুর প্রস্তুতি অপারেটরদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট :

সেলফোন অপারেটরদের কাছে আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্স হস্তান্তর হচ্ছে আজ। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ লাইসেন্স প্রদান করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন । সেবাটি চালু করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে সেলফোন অপারেটররা। লাইসেন্স পাওয়ার পর দ্রুততম সময়ে ফোরজি সেবা চালুর ঘোষণা দিয়েছে তারা।

ফোরজি সেবা চালুতে গত বছরের ১২ ডিসেম্বর আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে । ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে পাঁচ সেলফোন অপারেটর আবেদন করে। রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক ছাড়াও বেসরকারি চার অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও সিটিসেল লাইসেন্সের জন্য আবেদন করে। পরবর্তীতে বেসরকারি তিন সেলফোন অপারেটরকে যোগ্য ঘোষণা করে আবেদন মূল্যায়ন কমিটি। বাদ পড়ে সিটিসেল।

শীর্ষ সেলফোন অপারেটর গ্রামীণফোন সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময় থেকে গ্রাহকদের দেয়া সব সিমই ফোরজি প্রযুক্তিতে ব্যবহারযোগ্য। এর বাইরে অনেক গ্রাহকই তাদের পুরনো সিম পরিবর্তন করে নিচ্ছেন। এরই মধ্যে গ্রামীণফোনের প্রায় এক কোটি গ্রাহককে ফোরজি সিম দেয়া হয়েছে। আজ প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান ও বনানীতে সেবাটি চালু করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সিলেট ও চট্টগ্রামেও চালু করা হতে পারে।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি জানান, লাইসেন্স পাওয়ার পর ১৫ মিনিটের মধ্যেই সেবাটি চালু করার প্রস্তুতি রয়েছে গ্রামীণফোনের। একই সঙ্গে আমাদের অনেক গ্রাহকেরও নতুন পথে চলা শুরু হবে। গ্রাহকদের সেরা প্রযুক্তি ও পণ্য নিয়ে সেরা সেবা দিতে সবসময় সচেষ্ট গ্রামীণফোন।

পাশাপাশি, গত ১৩ ফেব্রুয়ারি তরঙ্গ নিলামের আয়োজন করে । নিলামে অংশ নিতে চার অপারেটর আবেদন করলেও শেষ পর্যন্ত অংশ নেয় গ্রামীণফোন ও বাংলালিংক। এর মধ্যে গ্রামীণফোন শুধু ১৮০০ মেগাহার্টজ এবং বাংলালিংক ২১০০ মেগাহার্টজ ও ১৮০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে অংশ নেয়। নিলামে নেয়া ৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য ১৫ কোটি ৫০ লাখ ডলার দিতে হবে গ্রামীণফোনের। আর ১০ দশমিক ৬ মেগাহার্টজের জন্য বাংলালিংকের ব্যয় হবে মোট ৩০ কোটি ৮৬ লাখ ডলার। সবমিলিয়ে নিলামে বিক্রি হওয়া মোট ১৫ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গের জন্য সরকার পাচ্ছে মোট ৪৬ কোটি ৩৬ লাখ বা ৩ হাজার ৮৪৩ কোটি টাকা।

নিলামে অংশ না নিলেও রবি আজিয়াটা তাদের বিদ্যমান তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষ করেছে বলে জানিয়েছে অপারেটরটি। তারা বলেছে, গতকাল তাদের সব তরঙ্গে প্রযুক্তি নিরপেক্ষতার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৩৭১ কোটি টাকায় ৯০০ ও ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে থাকা তাদের সব তরঙ্গ প্রযুক্তি নিরপেক্ষতা পেয়েছে। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ আগে থেকেই তরঙ্গ নিরপেক্ষ ছিল। ফলে রবির হাতে থাকা সব তরঙ্গ এখন প্রযুক্তি নিরপেক্ষ।

রবি আজিয়াটা লিমিটেডের এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ফোরজি লাইসেন্স পাওয়ার কয়েক মিনিটের মধ্যে সেবাটি চালু করবে রবি।

আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছ থেকে ফোরজি লাইসেন্স গ্রহণের পরপরই সেবাটি চালু করবে বলে জানিয়েছে বাংলালিংক। লাইসেন্স নেয়ার পর ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের বিশেষ কিছু অঞ্চলে ফোরজি সেবা চালু করবে অপারেটরটি।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ফোরজি সেবা চালুর জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। ফোরজি অগণিত সম্ভাবনার দ্বার উন্মোচন করে বাংলাদেশকে ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে যাত্রার পর থেকেই বাংলালিংক প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার গুণগত পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি যুক্ত হওয়া ১০ দশমিক ৫ মেগাহার্টজ তরঙ্গ আমাদের সেবার মান আরো বৃদ্ধি করবে।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি