শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শাহরাস্তিতে টামটায় বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আত্মসাৎ॥ গ্রাহক হয়রানির অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

চাঁদপুরের শাহরাস্তির টামটা গ্রামে বিদ্যুতের নতুন সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং শত শত গ্রাহকের দূর্ভোগ-এমন অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার টামটা দক্ষিন ইউনিয়নের শিবপুর দক্ষিন পাড়া, মধ্য পাড়া, টামটা উত্তর পাড়া, দক্ষিন পাড়া, পূর্ব ও পশ্চিম পাড়া, কুলশী গ্রামের শত শত গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন, কুলশী দক্ষিন পাড়া মজুমদার বাড়ির ছাদেকুর রহমান মজুমদার ওরফে ছোট পন্ডিতের পুত্র শফিকুর রহমান মজুমদার।

এ ব্যাপারে শিবপুর দক্ষিন পাড়া বড় বাড়ির মৃত মোহাম্মদ আলীর পুত্র আবদুল খালেক বলেন, আমার দুই ছেলে রিপন ও রুবেলের নামে দুটি মিটারের আবেদন করি। প্রায় আড়াই বছর আগে একদিন শফিক মজুমদার এসে বলেন-বিদ্যুৎ আমি দিচ্ছি, পরবর্তিতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেই সুবাদে ওনার সাথে যোগাযোগ করি। তখন তিনি আমার কাছে ২২ হাজার টাকা দেয়ার দাবি করেন। আমি কোন মতে ১৮ হাজার টাকা পরিশোধ করি। টাকা দেয়ার পর থেকে এখনও বিদ্যুৎ আসার নাম নেই। এবিষয়ে ওনাকে জিজ্ঞেস করলে তিনি রেগে অকথ্য ভাষায় গাল-মন্দ করেন। বর্তমানে পিলার এসেছে। এখন আরও টাকার জন্য তিনি চাপ দিচ্ছেন। তিনি আরও বলেন, পিলার স্থাপনেও তিনি অর্থ বানিজ্য করেছেন। যাকে কেন্দ্র করে এক দফা মারামারির ঘটনা ঘটেছে।

একই গ্রামের আলী আকবরের পুত্র জসিম উদ্দীন বলেন, আমার এক মিটারের জন্য আমি ১০ হাজার টাকা শফিক মজুমদারকে দিয়েছি। বর্তমানে আরও ৩ হাজার টাকা দাবি করেন তিনি।

মৃত হাজ্বী আবদুল খালেকের পুত্র জামাল রশিদ বলেন, আমার এক মিটারের জন্য শফিক মজুমদারকে ১০ হাজার টাকা প্রায় ৩ বছর পূর্বে প্রদান করি। যার ফলাফল এখনও পাই নি।

টামটা উত্তর পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী জোছনা বেগম বলেন, আমরা অনেক অসহায়, স্বামী মানুষের ক্ষেতে মুঠে-মজুরের কাজ করে। যা দিয়ে সংসার ও সন্তানদের পড়া-লেখা চলে। এতেই প্রতিদিন হিমশিম খেতে হয়। বিদ্যুৎ আনার ব্যাপারে ১০ হাজার টাকা সুদের উপর নিয়ে শফিক মজুমদার দেই। কিন্তু বিগত ৩ বছরেও বিদ্যুতের দেখা পাই নি। পক্ষান্তরে এখনও ওই সুদের গ্লানি টানতে হচ্ছে।

টামটা পশ্চিম পাড়া ভূঁইয়া বাড়ির অলি উল্লার স্ত্রী বকুল আক্তার বলেন, একই বাড়ির আনোয়ার হোসেনের পুত্র আমিনুল ইসলাম, মৃত ছমির উদ্দীনের পুত্র আনোয়ার হোসেন, মৃত আবদুর রশিদের পুত্র আরিফ হোসেন ও মাহবুবুর রহমান, মৃত আবদুল গনির পুত্র অলি উল্লাহ এবং শফিকুর রহমানের কাছ থেকে মিটার প্রতি সাড়ে ৯ হাজার টাকা নেন শফিক মজুমদার। বিগত প্রায় সাড়ে ৩ বছর অতিবাহিত হলেও এখন আমরা বিদ্যুৎ পাই নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর হঠাৎ করে আজ কয়েকদিন আবার তিনি বিদ্যুতের কাজ শুরু করছেন। এখন তার দালালরা আবার বিদ্যুতের লাইনের গাছ কাটার জন্য ২ থেকে ৩০০ টাকা করে দেওয়ার জন্য বলে গেছেন। এটা কোন হিসাব বুঝিনা না।

নাম প্রকাশে অনিশ্চুক ইউনিয়ন আওয়ামীলীগের এক প্রবীণ নেতা বলেন, শফিকুর রহমান এখন ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী। ওনার হাতে অনেক ক্ষমতা। তিনি স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের নাম যেখানে সেখানে বলে বেড়ান এবং সাধারণ মানুষের
কাছ থেকে ফায়দা লুটে নেন। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমসহ দেশ ও জাতি উন্নয়নের প্রতীক নৌকার ক্ষতি করছেন। যিনি ব্যক্তি স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সাধরন মানুষের ক্ষতি করেন তিনি কোনো ভাবেই আওয়ামীলীগের লোক হতে পারেন না।

এবিষয়ে শফিকুর রহমান মজুমদার বলেন, এলাকাবাসীর অনুরোধ রাখতে গিয়ে আমাকে এ কাজ করতে হয়েছে। পল্লি বিদ্যুৎ অফিস, ইঞ্জিনিয়ার, ঠিকাদার, লেবার আর গাড়ি ভাড়ায় অনেক খরচ। যা বহন করতে গ্রাহকের কাছ থেকে টাকা নিতে হয়েছে। পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ বিনা টাকায় এক পা’ও নড়ে না।
যে কারনে টাকায় চলে বিদ্যুৎ সংযোগের গতি।

শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম বলেন, বর্তমান সরকারের নির্দেশানুযায়ী বিনা মূল্যে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করছি। কোনো দালাল, নেতা অথবা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে যদি সাধারণ গ্রাহক হয়রানির শিকার হন তাহলে বিদ্যুৎ কর্তৃপক্ষ দায়ি থাকবেন না বলে তিনি জানান।

এলাকাবাসী বলেন, গত ১৫ জানুয়ারী একটি জাতীয় দৈনিকে শফিকুর রহমান কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের সাধারন গ্রাহকের ১৮ লক্ষ টাকা আত্মসাত করেছেন মর্মে খবর প্রকাশিত হয়েছে। তিনি বিদ্যুৎ ব্যবসার নামে রাতারাতি কোটি পতি বনে যাওয়ার চেষ্টা করছেন। প্রতিটি মিটার থেকে ১০/১৫ হাজার টাকা ছাড়াও এমন কিছু মিটার রয়েছে যাদের কাছ থেকে তিনি ৪০/৫০ হাজার টাকা করে আদায় করেছেন। এছাড়া তিনি এলাকায় তার পোষা এক জাঁক দালাল পুষে রেখেছেন যারা টাকা উত্তোলন করে শফিক মজুমদারের কাছে পৌছে দেয় আর তাদের কমিশনটা তারা হাতেই কেটে রাখে।

ডিজিটাল বাংলাদের রূপকার, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাছিনার বর্তমান আওয়ামীলীগ জনগনের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে আর সেই আওয়ামীলীগের নামধারী নেতার কারনে সাধারণ মানুষ চরম দূর্ভোগের শিকার। যার কারনে সাধারণ মানুষের ভোগান্তি আর দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তার বিরুদ্ধে দলের উর্ব্ধতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি