শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নবীনগরে ৬ সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬ সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেছেন উপজেলার ছাত্রদলের সাবেক সি:সহ-সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং-৩৯/১৮ দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি সাপ্তাািহক মলয়া’র উপদেষ্ঠা সম্পাদক মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সেক্রেটারী দৈনিক সংবাদের প্রতিনিধি সাপ্তাহিক মলয়ার নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাপ্তাহিক মলয়া’র প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাবের সহ-সভাপতি,দৈনিক রুপসী বাংলার প্রতিনিধি সাপ্তাহিক মলয়া’র ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম মিনাজ, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি’র সদস্য দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি সাপ্তাহিক মলয়া’র বার্তা সম্পাদক প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি সাপ্তাহিক মলয়ার মফস্বল সম্পাদক মোস্তাক আহম্মদ উজ্জল, ব্যবসায়ী মোজাম্মেল হক, পারভেজ আহম্মদ চৌধুরী, রেজাউল করিম। বিভিন্ন জাতীয় পত্রিকাসহ স্থানীয় সাপ্তাহিক মলয়া পত্রিকায় ‘প্রাথমিক শিক্ষক সমিতির নেতার আর্থিক কেলেঙ্কারি এমপি’র নির্দেশের পর তদন্ত শুরু’ শিরোনামে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এ মামলা করেন ওই নেতা।

এ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীনগর সাংবাদিক সমাজ। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে সোমবার (০৫/০৩) রাতে প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ নিন্দাপ্রস্তাব ও প্রতিবাদ জানানো হয়। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, আবু কামাল খন্দকার,কান্তি কুমার ভট্রাচার্য্য, আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামাপ্রসাদ চত্রুবর্তী শ্যামলসহ স্থানীয় সাংবাদিকরা।

পূর্বাশানিউজ/ ০৭ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি