শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » উন্নত দেশ গড়তে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী


উন্নত দেশ গড়তে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশে গড়তে হলে অবশ্যই নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে `আন্তর্জাতিক নারী দিবস’ এর অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যতই নারীর অধিকার নিয়ে স্লোগান দেই না কেন সেই অধিকার পায়ে হেঁটে আসবে না। নারীদের সেই অধিকার আদায় করে নিতে হবে। অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে তাদের। স্বাবলম্বী হতে হবে নিজেদের। তাহলেই নারীদের অধিকার নিশ্চিত হবে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার নারীদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করে দিয়েছি। এখন পর্যন্ত ৭৪ ডে কেয়ার সেন্টার চালু করেছি আরো চালু করা পরিকল্পনা গ্রহণ করেছি। আগে মাতৃকালীন ছুটি ছিল চার আমরা সরকারে এসে মাতৃকালীন ছুটি করেছি ছয় মাস।

পূর্বাশানিউজ/ ০৮ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি