শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বিএনপির ৩৩ নেতাকর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম নগর বিএনপির পূর্বঘোষিত জনসভার আগের রাতে সাবেক এক কাউন্সিলরসহ ৩৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে নগরীতে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাসা ও এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ মহানগর বিএনপির সহ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বিএনপি নেতা নূরুল ইসলাম বাদশাসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে গ্রেফতারের জন্য তার নগরীর এনায়েত বাজার বাসায় অভিযান চালিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি বলে জানাগেছে।

সিএমপির ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সমাবেশকে কেন্দ্র করে নগরীতে অরাজকতা এবং নাশকতার সৃষ্টির জন্য ডবলমুরিং থানা বিএনপি নেতা বাদশার বাসার নিচে গোপন বৈঠক করছিল নেতাকর্মীরা। এমন তর্থ্যের ভিত্তিতে সেখা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে নগরীর লালদীঘির ময়দানে বিএনপির সমাবেশ করার কথা ছিল। এই জন্য বিএনপির পক্ষ থেকে প্রশাসন থেকে অনুমতি চাওয়া হলেও লালদীঘির মাঠ ব্যবহারে অনুমতি দেয়নি পুলিশ ।

বিএনপির এক নেতা জানান, লালদীঘির মাঠে অনুমতি না পাওয়া নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে নগর বিএনপির নেতারা।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি