মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাংকারদের অদক্ষতা ঝুঁকিতে ফেলছে অর্থনীতিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

নগদ টাকার সংকট ব্যাপক আকার ধারণ করছে ব্যাংকিং খাতে। গ্রাহকের জমানো টাকাও ফেরত দিতে পারছে না কোনো কোনো ব্যাংক। বিষয়টি স্বীকারও করছেন ব্যাংকাররা। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকারদের অদক্ষতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর যা ঝুঁকিতে ফেলছে অর্থনীতিকে।

কয়েকবছর ব্যাংকিং খাতে নগদ টাকার ছড়াছড়ি থাকলেও সংকট দেখা দেয় গত বছরের শেষ দিকে। গত কয়েক মাসে আমানতের প্রবৃদ্ধি ৯ থেকে ১০ শতাংশ হলেও ঋণ প্রবৃদ্ধি ১৮ থেকে ১৯ শতাংশ। নীতিমালা অনুসরন না করায় বেড়েছে খেলাপির পরিমাণ। আর এসব কারণে নগদ টাকার সংকট দেখা দিয়েছে ব্যাংকিং খাতে। জমানো টাকায় ফেরত পাচ্ছে না অনেক গ্রাহক। অনুমোদন করা ঋণও ছাড় করতে পারছে না বেসরকারি খাতের অনেক ব্যাংক। এর ফলে মাঝপথে আটকে যেতে পারে প্রকল্প। আর যার প্রভাব পড়বে কর্মসংস্থানে।

ডিসিসিআই এর সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আমরা কিন্তু বেশ উদ্বিগ্ন্

এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, এটি সামগ্রিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। আর যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যবসা করছে তারা বিরাট সংকটে পড়বে।

মূল সংকট সৃষ্টি হয় ফারমার্স ব্যাংকে কেন্দ্র করে। এরপর বেসরকারি ব্যাংক থেকে সরকারি প্রতিষ্ঠান আমানত তুলে নেওয়ায় সংকট আরও প্রকট হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, শিল্পপতিদের আমানতের একটি বিরাট অংশ তারা বিনিয়োগ করে ফেলেছেন। ব্যাংক হয়তো তার ছোট একাটা অংশ দিয়েছে এবং বাকিটা দিয়েছে। আর তাদের বিনা দোষে সারাজীবন সাফার করবে। সময়মরতো ঋণ ছাড় না করলেও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি খেলাপি ঋণও বেড়ে যাওয়ার আশঙ্কাও আছে।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি