মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে বললেন প্রধানমন্ত্রী


ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে বললেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ব্যাংকের সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে এক ডিজিটের মধ্যে আনতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া একই দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।

বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সৃষ্টি করার দাবি জানালে তাঁর উদ্দেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা তো ব্যাংকের মালিক। আপনাদের তো সুযোগ-সুবিধা আমরা দিয়ে যাচ্ছি, আপনারা ব্যাংকের সুদের হার কমান। ব্যাংকের সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে এক ডিজিটের মধ্যে আনেন।

এসময় ব্যাংকের তারল্য সংকট ও ব্যাংক সুদ কমানোর পক্ষে কথা বলেন দলের একজন প্রেসিডিয়াম ও দু’জন সম্পাদকমণ্ডলীর সদস্য।

বৈঠকে ব্যাংক সুদের উচ্চ হারে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আলোচনা করে এ সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার পক্ষে মত দিয়েছেন সকলেই।

বৈঠকে বিভিন্ন বিদ্যালয় জাতীয়করণের যে দাবি করা হচ্ছে তা অযৌক্তিক আখ্যা দিয়ে দলের পক্ষ থেকে কয়েকজন নেতা কথা বলেছেন। তারা বলেন, নির্বাচন সামনে রেখে সবাই দাবি আদায়ের উপযুক্ত সময় মনে করছে। কিন্তু কোনোভাবেই অযৌক্তিক দাবি মানা হবে না। এমনিতে ২২ হাজার স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয় জাতীয়করণ করা হবে- কিন্তু সবাইকে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে নিয়োগ পেতে হবে।

পূর্বাশানিউজ/ ১৫ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি