শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ-রি্এজেন্ট এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর গুলশান দুই নম্বরের ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুর থেকে বিকেল পর‌্যন্ত অভিযান চালানো হয় ওই অভিজাত হাসপাতালে। র‌্যাবের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এসব তথ্য ঢাকাটাইমসকে নিশ্চিত করেন।

সারওয়ার আলম বলেন, মূলত তিনটি কারণে এই হাসপাতালকে জরিমানা করা হয়। তাদের ল্যাবে বিভিন্ন পরীক্ষায় ব্যবহারের জন্য রাখা রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে। যেসব ওষুধ পাওয়া গেছে সেগুলো নকল ও ভেজাল। এসব ওষুধ যাদের মাধ্যমে আনা হয় তাদের কোনো দোকান কিংবা প্রতিষ্ঠান নেই। বাইরে থেকে বিশেষ করে ভারত থেকে লোকমাধ্যম মেয়াদোত্তীর্ণ ওষুধ এনে তাতে নতুন করে সিল দেয়া হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে বুধবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/ ২১ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি