শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনছে ফেইসবুক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ফেইসবুকে প্রাইভেসি বিষয়ে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে ডেটা ব্যবস্থাপনাকে করা হচ্ছে আরও সহজ। নতুন করে সাজানো হচ্ছে সেটিংস মেনু। ক্যামব্রিজ অ্যানালাইটিকা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেইসবুকের প্রায় ৫ কোটি ব্যবহারকারীর ডেটা অপব্যবহার করেছিল। এমন অভিযোগের পর ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি নিয়ে জন্ম হয় নতুন উদ্বেগের।

বুধবার নতুন এ পদক্ষেপ নেওয়ার কথা জানাল বিশ্বের সবচেয়ে বড় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গেল ১৬ মার্চ ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্বীকার করে নিল ফেইসবুক ব্যবহারকারীদের ডেটা অপব্যবহার করেছে, এমন অভিযোগের কথা। এরপর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য প্রায় ১৬ শতাংশ কমেছে। ফেইসবুকের বাজারমূল্য কমেছে প্রায় শতকোটি ডলার। ফেইসবুক জানায়, সামনে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওয়েবসাইটের শর্তাবলি ও ডেটা নীতিমালা আপডেট করতে প্রস্তাব করবে। এ আপডেটের ফলে ফেইসবুক কীভাবে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে ও তা কীভাবে ব্যবহার করে, তা আরও ভালোভাবে ব্যাখ্যা করা যাবে। সেসঙ্গে ব্যবহারকারীদের শেয়ার করা ডেটা যাচাই ও মুছে ফেলার সুযোগও দেওয়া হবে। এ ডেটার মধ্যে থাকছে তাদের দেওয়া পোস্ট আর সার্চ করা শব্দগুলোর তথ্যও।

ফেইসবুকের সঙ্গে শেয়ার করা ডেটা ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে তাদের আপলোড করা ছবি, অ্যাকাউন্টে যোগ করা কনট্রাক্ট আর টাইমলাইনে করা পোস্টও অন্তর্ভুক্ত থাকবে। এক বিবৃতিতে ফেইসবুকের ডেপুটি জেনারেল কাউন্সিল অ্যাশলি বেরিঞ্জার ও প্রধান প্রাইভেসি কর্মকর্তা এরিন এগান বলেন, ‘আমরা খুব ভালোভাবে শুনেছি, আর স্পষ্ট প্রাইভেসি সেটিংস ও অন্যান্য গুরুত্বপূর্ণ টুল খুঁজে পাওয়া অনেক কঠিন। আর এ নিয়ে মানুষকে জানাতে আমাদের আরও কিছু করা উচিত। মোবাইল ডিভাইসগুলোতে সেটিংস মেনু নতুন করে সাজানোর সঙ্গে নতুন একটি প্রাইভেসি শর্টকাট মেনুও আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ শর্টকাট মেনু দিয়ে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত করতে পারবে ও ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ করতে পারবে বলে দাবি ফেইসবুকের।

পূর্বাশানিউজ/ ০২ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি