শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » চট্টগ্রাম নিউজ » নবীনগরে ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরকারী শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি


নবীনগরে ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরকারী শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় ৬ জন সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের কারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মোঃ মনির হোসেনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

উপজেলার ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সহকারী শিক্ষক মনির হোসেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি তার সহকর্মকে লাঞ্ছিত করেছেন মর্মে দায়েরকৃত অভিযোগ ঘটনার সত্যতা পেয়েছে পেয়েছে তদন্ত কমিটি।

১৮ ফেব্রুয়ারী ইউআরসি অফিসে শিক্ষক মোঃ মনির হোসেনের কাছে লঞ্ছিত হন রসুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: কামরুজ্জামান। পরে তিনি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন।

সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারী ইউ.আর.সি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে ইউ.আর.সি’র কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সাথে প্রশিক্ষণ বিষয় নিয়ে কথা বলছিলেন শিক্ষক কামরুজ্জামান। এ সময় শিক্ষকনেতা মনির হোসেন ওই কর্মকর্তার কক্ষে প্রবেশ করে গালাগাল করে মারধোরের চেষ্টা চালান। ইউ.আর.সি’র কর্মকর্তা ও অফিস সহকারি মোঃ আলীর সহায়তায় কামরুজ্জামান প্রাণে রক্ষা পান।

নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ানকে এ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম।

তিনি বিষয়টি তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেন। যাতে উল্লেখ আছে যে, তদন্তে লাঞ্ছিত করার বিষয়ে সত্যতা পেয়েছেন তিনি। জেপি দেওয়ান সাংবাদিকদের বলেন, একজন সরকারি কর্মচারী হয়ে আরেকজন সরকারি সহকর্মীকে লাঞ্ছিত করতে পারেন না। এটা সরকারি কর্মচারী বিধিমালা লঙ্গন। সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ১৯৮৫ এর ২ (এফ) ধারায় অপরাধ করেছেন। যা কোন কর্মকর্তা বা ভদ্রলোকের পক্ষে অনুচিত শিষ্টাচারহীন আচরণ।

এর আগে শিক্ষক মোঃ মনির হোসেন এর বিরুদ্ধে তদন্ত নিয়ে ‘প্রাথমিক শিক্ষক সমিতির নেতার আর্থিক কেলেঙ্কারি এমপি’র নির্দেশের পর তদন্ত শুরু’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করায় নবীনগরে স্থানীয় ৬ জন সাংবাদিকসহ ৯ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেনতিনি। ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা নং-৩৯/১৮ দায়ের করা হয়।

মামলায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি সাপ্তাািহক মলয়া’র উপদেষ্ঠা সম্পাদক মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সেক্রেটারী দৈনিক সংবাদের প্রতিনিধি সাপ্তাহিক মলয়ার নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাপ্তাহিক মলয়া’র প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক রুপুসী বাংলার প্রতিনিধি সাপ্তাহিক মলয়া’র ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম মিনাজ, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি’র সদস্য দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি সাপ্তাহিক মলয়া’র বার্তা সম্পাদক প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি সাপ্তাহিক মলয়ার মফস্বল সম্পাদক মোস্তাক আহম্মদ উজ্জল, ব্যবসায়ী মোজাম্মেল হক, পারভেজ আহম্মদ চৌধুরী, রেজাউল করিমকে অভিযুক্ত করা হয়।

স্থানীয় সাপ্তাহিক মলয়া পত্রিকাসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় শিক্ষক মনিরের আর্থিক কেলেঙ্কারি প্রসঙ্গে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এ মামলা করেন ওই নেতা।

হয়রানীমূলক এ মিথ্যা মামলায় নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক সমাজ। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ নিন্দাপ্রস্তাব ও প্রতিবাদ জানানো হয়। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, আবু কামাল খন্দকার, কান্তি কুমার ভট্রাচার্য্য, আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামাপ্রসাদ চত্রুবর্তী শ্যামলসহ স্থানীয় সাংবাদিকরা।

সংবাদপত্রে প্রকাশিত ওই রির্পোটটিতে উল্লেখ করা হয়ছিলো-

উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারীর আর্থিক অনিয়মের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। সমিতির সাধারণ সম্পাদক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মনির হোসেনের বিরুদ্ধে এ আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন সমিতির মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। গত ২০ অক্টোরব তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী সাংবাদিকদের বলেছিলেন, শুনেছি সমিতির ওই সম্পাদক দীর্ঘদিন ধরে সমিতিকে নিজের কুক্ষিগত করে মার্কেটের ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে এমপি মহোদয় গত ১৭ অক্টোবর উপজেলা পরিষদের বিশেষ আইন শৃংখলা সভায় তদন্তের এ নির্দেশ দেন। বিধান অনুযায়ী সমিতি চলছে কিনা, কারা দায়ী তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। অচিরেই তদন্ত শুরু হবে।

জানা যায়, ২০০৯ সালে সমিতির নির্বাচনে সবুজ-মনির প্যানেল নির্বাচিত হয়। ২০১১ সালে সমিতির একটি অডিট হয়। এরপর সভাপতি সবুজ ও সম্পাদক মনিরের মধ্যে নানা বিষয়ে দ্বন্ধের সৃষ্টি হয়। সম্পাদক প্রভাবশালী হওয়ায় সভাপতির কোন পরামর্শ ছাড়াই নিজের মতো করে সমিতি পরিচালনা করে আসছিলেন। সমিতির মার্কেটের ৯টি দোকানে ভাড়া তিনি তুলেন। সমিতির একাউন্টে কোন টাকা জমা হয় নেই। ২০১৪ সালে সমিতির নির্বাচনে দ্বিতীয় মেয়াদী আবারও দু’জন দুই প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। সম্পাদকের স্থানীয় প্রভাবে সভাপতি কোণ্ঠাশা হয়ে পড়েন। সমিতির একচ্ছত্র অধিপতি হয়ে উঠেন সম্পাদক। সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ অভিযোগ করেন গত দুই মেয়াদে সমিতির পরিচালনায় আনুমানিক আয়-ব্যয়ের এক হিসেবে এ পর্যন্ত সমিতির অ্যাকাউন্টে প্রায় ১৮ লাখ জমা হওয়ার কথা। কিন্তু বর্তমানে সমিতির একাউন্টে ৬ লাখ টাকার কিছু উপরে রয়েছে। ব্যবসায়ী মোজাম্মেল হক, পারভেজ আহম্মদ, কাউছার আলম, রেজাউল করিম জানান, সম্পাদক এর সাথে পূর্বের জামানত বহাল রেখে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভাড়া বর্ধিত করে মৌখিক চুক্তি হয়। কিন্তু গত ছয় মাস যাবত বর্ধিত ভাড়া নিচ্ছেন কোন রশিদ দিচ্ছেন না। তার কাছে চুক্তির লিখিত দলিল ও ভাড়ার রশিদ চাইলে খারাপ ব্যবহার করেন। তার সিদ্ধান্তে সমিতি চলবে, তার বিরুদ্ধে গেলে লাঠিপেটা ও দোকান থেকে বের করে দিয়ে নতুন ভাড়াটিয়া ঢুকিয়ে দেয়ার হুমকী দেন।

গত ১২ জুলাই সম্পাদক তার দলের সামছুল হক মাস্টার, মাঈনউদ্দিন মাস্টারসহ আরো কিছু অপরিচিত ব্যাক্তি নিয়ে এসে আবারো ভাড়া ও জামানত বৃদ্ধির জন্য চাপ দেয়, নইলে দোকান তালাবদ্ধ করে দেবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত সম্পাদক মো. মনির হোসেন মাস্টার তার বিরুদ্ধে সমিতির অর্থনৈতিক কেলেংকারির সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবসায়ীগন ২০১৪ সাল থেকে অবৈধ ভাবে এ মাকের্টে দোকান দখল করে ব্যবস্যা করছে। নিয়মতান্ত্রিক ভাবে নতুন করে জামানত ও ভাড়া বৃদ্ধিসহ চুক্তি নবায়ন করার জন্য বলা হয়েছে।

সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, ক্ষমতার জোরে সম্পাদক আমাকে বাদ দিয়েই তার ইচ্ছেমত সমিতির সকল আয় ব্যয় ও সমিতি কার্যক্রম পরিচালনা করছেন। আমি এর প্রতিকার চেয়ে নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগও দেই।

শিক্ষক মনির হোসেন ইতিপূর্বে তার বড় ভাইয়ের কয়েক কোটি টাকার সম্পত্তি নবীনগর কলেজ পাড়ায় “বেলজিয়াম হাউজ” দখল নিয়ে জাল দলিল বানিয়ে নিজস্ব স্থায়ী সম্পত্তি করার চেষ্ঠা চালিয়ে ছিলেন। তখন বিষয়টি নবীনগরে টক অব দি টাউনে পরিনত হয়। খবরটি সেই সময় বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বসহকারে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়- উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মৌলভী আবদুল মজিদ মিয়ার ছেলে (বেলজিয়াম প্রবাসী) জাহাঙ্গীর সজল ও শিক্ষক নেতা মোঃ মনির হোসেন। প্রবাসী জাহাঙ্গীর সজল তার ছোট ভাইয়ের (শিক্ষক নেতা মোঃ মনির হোসেনের) বিরুদ্ধে “বেলজিয়াম হাউজ” দখল বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি গ্রহণ করে সম্পত্তি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বেলজিয়ামস্থ বাংলাদেশের দুতাবাসের ফাস্ট সেক্রেটারী মো. আরিফুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে চিঠি প্রেরন করেন। চিঠির অনুলিপি পরিচালক পররাষ্ট্র মন্ত্রনালয় ও পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়াকে দেয়া হয়।

বেলজিয়াম ভবন নির্মানকালে বড় ভাইয়ের অনুপস্থিতিতে ছোট ভাই নির্মানের কাজ দেখা শুনা এবং কাজ শেষে ভবনের ফ্ল্যাটের ভাড়ার টাকা তুলে বড় ভাইকে দেওয়ার মৌখিক চুক্তি হয়। তার বিনিময়ে ছোট ভাইকে ঢাকার এপ্যার্টমেন্টের একটি ফ্লাট দান করেন বড় ভাই। বেলজিয়াম ভবন নির্মান শেষে জবরদখল করে তিনতলায় অবস্থান নিয়ে বিগত কয়েক বছর যাবৎ পুরো ভবনের সমুদয় ভাড়ার টাকা আত্মসাৎসহ জমি ও ভবনের মালিকানা দাবি করেন এবং জাল দলিল তৈরী করে খারিজ করার জন্য ভূমি অফিসে আবেদন করেন।

এ ব্যাপারে তার বড় বোন হোসেনা বেগম বলেন, ওরা দু’জনই আমার ভাই এই ভবন নির্মানের জন্য মনির তার নিজের ৬৫ লাখ খরচ করেছে এবং তার সহযাগিতার জন্য সামাজিক বিচারে সালিশকারকরা মনিরকে ১ কোটি টাকা দিয়ে দেওয়ার রায় করেছে, ওই টাকা সজল দিয়ে দিলে ভবন ছেড়ে দেবে। এ ব্যাপারে অভিযুক্ত ছোট ভাই মনির হোসেন বিষয়টি তাদের পারিবারিক এ নিয়ে সামাজিক একটি বিচার হয়েছে জানিয়ে বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে তৎকালিন নবীনগর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম বিষয়টি তদন্ত করেন। এরপর বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, অতঃপর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি তদন্ত পুর্বক বেলজিয়াম ভবন থেকে তাকে উচ্ছেদ করেন।

পূর্বাশানিউজ/ ০৭ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি