শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুবিতে আইটি বিষয়ক কর্মশালা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইন্সটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এবং কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটির যৌথ উদ্যোগে ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং এবং অনলাইন ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ সময় আরও উপ¯ি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও ইন্সটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক ও বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু, আইটি সোসাইটির সভাপতি সাইয়েদ মাখদুম উল্লাহ্, সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিকসহ আইটি সোসাইটির অন্যান্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইন ও বিজ্ঞান জগতে দক্ষ। সম্ভাবনাময় অনলাইন জগতে যে যত বেশি মেধা ও শ্রম দিবে তারাই সাফল্যের দ্বারপ্রান্তে আরোহণ করবে।”
দিনব্যাপী এ কর্মশালায় ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং এবং অনলাইন ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি