শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার রাত ১০টায় নগরীর লাকসাম রোডের কুমিল্লা মেডিকেল সেন্টার থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত মাহবুবুর রহমান মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু ফরহাদ (মাহমুদ) নামে হাসপাতালে চাকুরি করতেন।

গনস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ন ডা. মাহমুদ ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারনামূলকভাবে হসপিটালের জরুরী বিভাগে চিকিৎসকের চাকুরি নেন।

কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া বর্তমান প্রতিদিনকে জানান, কর্তব্যরত ডাক্তারদের সন্দেহ হলে বিষয়টি সিভিল সার্জনকে জানান হসপিটাল কর্তৃপক্ষ। পরে বুধবার রাতে কথিত ডাক্তারকে আটক করে পুলিশ। আটককৃত মাহবুবুর রহমান কুমিল্লার দাউদকান্দির মৃতঃ আব্দুল মজিদ শিকদারের ছেলে। আটকের পর তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি