শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি


নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৮


ডেস্ক রিপোর্ট :

সম্প্রতি রাঙ্গামাটিতে ৬ খুনের ঘটনা ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। আঞ্চলিক সংগঠনের দলগুলোর বেপরোয়া আচরণ এবং আধিপত্যের বিস্তারের চেষ্টা পাহাড়কে অস্থির করছে অভিযোগ মূল ধারার রাজনীতিকদের।

২০১৪ সালের উপজেলা নির্বাচনে বর্তমান সাবেক্ষাৎ ইউনিয়নের চেয়ারম্যান ইউপিডিএস নেতা সুনিল জীবন চাকমাকে হারিয়ে বিপুল ব্যবধানে জয়ী হন শক্তিমান চাকমা। পাহাড়ি এবং বাঙালি উভয়ের কাছে সমান জনপ্রিয়তার কারণে নানিয়ারচর এলাকা হয়ে উঠে অপ্রতিরুদ্ধ। শক্তিমান চাকমার এমন জনপ্রিয়তা বিপরীতে নানিয়ারচর এবং বাঘাইছড়িতে কমতে থামে জেএসএস ও ইউপিডিএস এর শক্তি মাত্রা। নতুন গঠিত তপন যতি চাকমার আঞ্চলিক দল ইউপিডিএস গণতান্ত্রিক ও শক্তিমান চাকমার দল জেএসএস ও এমএনলারনার সাথে এক জোট হয়ে কাজ করছিল। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শঙ্কায় পরে ইউপিডিএস এবং জেএসএস এর দু’দলই। নির্বাচন সামনে রেখেই ৬ হত্যাকাণ্ড বলে মনে করেন অনেকেই।

রাঙ্গামাটি প্রবীণ সংবাদিক সুনলি দে বলেন, বালাইছুড়ি এবং নানিয়ারচর এই দুইটি জায়গায় জেএসএস এর কিছুটা প্রভাব। আমরা খাগড়াছড়িতে এই দুটি এলাকায় প্রভাব থাকা সত্ত্বেও গতবার খুব একটা ভাল করতে পারেনি। সেখানে আওয়ামী লীগ চলে এসছে। নির্বাচনকে সামনে রেখে পথ পরিষ্কার করার একটা উপায় চলছে।

বর্তমানে রাঙ্গামাটি জেএসএস এর দখলে, আর খাগড়াছড়িতে ইউপিডিএফ এর জনপ্রিয়তা থাকা সত্বেও আসনটি আওয়ামী লীগের। আগামী নির্বাচনে রাঙামাটির পাশাপাশি আসন পেতে মরিয়া ইউপিডিএস ও জেএসএস এমন মত আওয়ামী লীগ নেতাদের।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দিপংকর তালুকদার বলেন, শক্তিমান চাকমাকে গুলি করে মারা হল আতঙ্ক সৃষ্টি করার জন্য। এদের লক্ষ উপজাতীয়রা যেনো আওয়ামী লীগ না করে।

নির্বাচন বাকি মাত্র ৬ থেকে ৭ মাস, এসময় পাহাড়ের রাজনীতি আরো খারাপ হয়ার শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনি পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ানো কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি