শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে নির্যাতিত মাদ্রাসা ছাত্র শিশু নোমানের দায়িত্ত্ব নিলেন ইউএনও


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৮

 

ডেস্ক রির্পোট:

গত মঙ্গলবার ৮ই মে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসারে মোহাম্মদিয়া হাফেজিয়া নুরানী মাদরাসায় ঘটে যাওয়া শিশু নির্যাতনের শিকার পাঁচ বছরের শিশু নোমানের দায়িত্ত্ব নিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জনাব আবু আসলাম। এবং কি ভাড়ায় পরিচালিত ঐ মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য গত ০৮ ই মে ঘটে যাওয়া শিশু নির্যাতনের ঘটনার পরদিন মহামান্য হাইকোর্টে স্বপ্রনোদিত হয়ে রীট জারি করেন সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মো. আবদুল হালিম। হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে স্বপ্রণোদিত রুল জারি করেন।

সেই রুলর জবাব দিতে ইউএনও এবং মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ দেন হাইকোর্ট।সেই নির্দেশ মোতাবেক হাইকোর্টের নির্দেশনামা হাতে পাওয়া মাত্রই ইউএনও এবং মনোহরগঞ্জ থানার ওসি জনাব আনোয়ার হোসেন বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামে গিয়ে শিশু নোমানের খবর নেন।তার পরিবারের সাথে কথা বলেন তাদেরকে সুষ্ট বিচার পেতে সহায়তার আশ্বাস দেন।কিন্তু শিশু নোমানের পরিবার কোন প্রকার মামলা করতে রাজী হননি।

তখন নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এএসআই আশ্রাফুল ইসলাম বাদী হয়ে নির্যাতনকারী শিক্ষক এমদাদ হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।তারপর ই ১২ ঘন্টার মধ্যে আসামী এমদাদ কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব জমির হোসেন জিয়া ও তার সঙ্গীয় ফোর্স এবং ঐ দিন ই তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি