শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুলে এইচএসসি তে পাশের হার -৯২.৭৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের শিক্ষা কারিকুলাম এর সাথে মিল রেখে সৌদি আরব রিয়াদ ,জেদ্দাস্থ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষার ফল প্রকাশিত হয়েছে ।

রিয়াদ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বাংলা শাখায় ২০১৮ সালের এইচএসসি পরিক্ষায় মোট অংশ নিয়েছেন ৮৩ জন , তার মধ্যে পাস করেছেন ৭৭ জন ,ফেল করেছে ৬ জন । জিপিএ-৫ পেয়েছে ১১ জন ,মোট পাসের হার ৯২.৭৭ ।

রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো :আফজাল হোসেন বলেন অতীতের চাইতে এবারের পরিক্ষার ফলাফল ভাল হয়েছে ।

অপরদিকে স্কুল এন্ড পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন অনেক কষ্টের বিনিময়ে আজ এই ফলাফল পেয়েছি, স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকদের সহযোগিতা ছিল বলেই তা সম্ভব হয়েছে।
ইনশাআল্লাহ আগামীতেও ভাল ফলাফল করবেন বলে আমি আশা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি