শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

তুরস্কে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইসডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ২১ জুলাই দূতাবাস সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী। এছাড়া আংকারা-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ২৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীরা বলেন, সংবর্ধনা পেয়েসম্মানিত বোধ করছি। এ সম্মান মেধা বিকাশের ক্ষেত্রে সকল ছাত্র-ছাত্রীদের উৎদীপ্ত করবে।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি