শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশি গরুতেই মিটবে কোরবানির চাহিদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল আজহায় দেশি গরুতেই কোরবানির চাহিদা মিটবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।

প্রাণিসম্পদ অধিদফতরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ঈদুল আজহায় কোরবানি দেওয়ার জন্য এক কোটি ১৫ লাখ ৮৯ হাজার গবাদিপশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৪৪ লাখ ৫৭ হাজার গরু-মহিষ, ৭১ লাখ ছাগল-ভেড়া ও প্রায় ৩২ হাজার উট-দুম্বা।

গত বছর ঈদুল আজহায় দেশে এক কোটি ৪ লাখ পশু কোরবানি হয়েছিল। এ বছর ৫ শতাংশ বাড়লেও কোরবানির পশুর অভাব হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক (খামার) এ বি এম খালেদুজ্জামান।

এ বি এম খালেদুজ্জামান বলেন, ‘মোট প্রস্তুত পশুর মধ্যে হৃষ্টপুষ্ট গরু-মহিষ প্রায় ২৯ লাখ ১০ হাজার এবং অনুৎপাদনশীল বা বয়স্ক ১৫ লাখ ৪৬ হাজার। আর ছাগল-ভেড়ার মধ্যে হৃষ্টপুষ্ট ১৮ লাখ ২৬ হাজার এবং অনুৎপাদনশীল ৫২ লাখ ৭৩ হাজার।’

রাজধানীর দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে এ বছর ঢাকার ২০টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সাতটি অস্থায়ী হাট বসবে।

এদিকে ২২ জুলাই, রবিবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশুর প্রাথমিক চিকিৎসার জন্য এ বছর ঢাকার গাবতলী পশুর হাটে চারটি এবং ছোট হাটে অন্তত একটি ও বড় হাটে দুটি করে মেডিকেল টিম থাকবে।

রাজধানীর পশুর হাটের প্রতিটি মেডিকেল টিমে একজন ভেটেরিনারি সার্জন, একজন টেকনিক্যাল কর্মী (ভিএফএ/ইউএলএ) এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ইন্টার্নি ভেটেরিনারি সার্জন থাকবেন।

গবাদিপশুর খামারগুলোতে স্বাস্থ্যহানিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ অধিদফতর ল্যাবরেটরি-পরীক্ষার ব্যবস্থা করবে। এ ছাড়া চোরাই পথে আসা প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ সরবরাহ বন্ধে কঠোরভাবে মনিটরিং করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি