শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুয়েতে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের উপকারিতা শীর্ষক সেমিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০১৮

স্টাফ রিপোর্টার:

কুয়েতে সার্ক সিটি টাওয়ার হোটেলে ২০ জুলাই বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের উপকারিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিডিএস ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানি ও হোলি লিভিং ডেভেলপমেন্ট কোম্পানির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের উপকারিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার (সুমন)। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস, কুয়েতের কাউন্সিলর (শ্রম) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস, কুয়েতের কাউন্সিলর (রাজ) ও দূতালয়প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।

বক্তব্য রাখেন বাংলাদেশ সোনালী ব্যাংকের এজিএম সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী, বিডিএস ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানি ও হোলি লিভিং ডেভেলপমেন্ট কোম্পানির সিইও সফিকুল ইসলাম, বিমান কান্ট্রি ম্যানেজার হাফিজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।
বক্তারা বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের উপকারিতা এবং প্রবাসীদের সঞ্চয়ীর মাধ্যমে লাভবান হতে কেমন পদক্ষেপ নিতে পারেন সে বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি