শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যান্সার থেরাপি বিষয়ে গবেষণায় মার্কিন ও জাপানি বিজ্ঞানির নোবেল জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:  শুরু হয়ে গেছে ২০১৮ সালের নোবেল পুরস্কার প্রদান। গতকাল সোমবার এ বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে চিকিৎসাবিজ্ঞানে। চিকিৎসায় এবার নোবেল পেয়েছেন মার্কিন নাগরিক জেমস অ্যালিসন এবং জাপানের তাসুকু হনজো। ক্যান্সার থেরাপি বিষয়ে গবেষণার স্বীকৃতিস্বরুপ যৌথভাবে নোবেল পেলেন এ দুজন।

সুুইডেনের কারোলিনসকা ইন্সটিটিউটে এক বিবৃতিতে নোবেল অ্যাসেম্বলি বলেছে, ‘অ্যালিসন এবং হনজো দেখিয়েছেন রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিরতি এনে কিভাবে ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব।’ পুরস্কার হিসেবে এ দুজন পাবেন ৯০ লাখ সুইডিশ ক্রোনা বা ১০ লাখ মার্কিন ডলার।

নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে প্রতি বছর প্রথমেই চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার দেয়া হয়। নোবেল প্রদানের ক্ষেত্রে বাকি বিষয়গুলো হলো পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তি। এ ছাড়াও একই সময়ে অর্থনীতিতে যে পুরস্কার প্রদান করা হয় তাও নোবেলের সমতুল্য বিবেচিত হয়। ১৯০১ সালে সর্বপ্রথম এ পুরস্কার প্রবর্তন করেন অ্যালফ্রেড নোবেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি