শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপিকে শেষ ধাক্কা দিতে চায় ১৪ দল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: ভোটের মাঠে বিধস্ত বিএনপিকে শেষ ধাক্কা দিয়ে রাজনীতির মাঠে ‘নির্মূল করার প্রত্যয়ে’ প্রতিটি জেলায় ব্যাপকভাবে সমাবেশ বা কর্মী সমাবেশের কর্মসূচি গ্রহণ করবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। এ লক্ষ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক সংগঠনগুলোর ‘সামাজিক শক্তিকে’ কাজে লাগানোর কর্মকৌশলও নির্দারণ হবে।

শনিবার (৮অক্টোবর) ধানমণ্ডির একটি কমিউনেটি সেন্টারে ১৪ দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা এমন তথ্য নিশ্চিত করেছে। এবিষয়ে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের জোট নেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। উনার সাথে পরামর্শ করে দ্রুত বিস্তারিত কর্মসূচি নেওয়া হবে।’

বৈঠক সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে কর্মী সমাবেশের ঘোষিত কর্মসূচি সফল করতে ব্যর্থ হলে ১৪ দল জাতীয় রাজনীতিতে মুখ থুবড়ে পড়ে যেত। সে লক্ষ্যে সরকারবিরোধী গোষ্ঠীর কুশীলবরা তৎপর হয়ে ওঠে। কিন্তু ১৪ দলের দৃঢ় ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ব্যর্থ হয়। তাই আগামী জাতীয় নির্বাচনে আর কোনো ছাড় নয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, গণআজাদী লীগের এস কে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি