শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ড. কামাল হোসেনকে প্রায়শ্চিত্ব করতে হবে : বদরুদ্দোজা চৌধুরী (ভিডিও)


ড. কামাল হোসেনকে প্রায়শ্চিত্ব করতে হবে : বদরুদ্দোজা চৌধুরী (ভিডিও)


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট:

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিকল্পধারাকে বাদ দেওয়ায় ভবিষ্যতে ড. কামাল হোসেনকে প্রায়শ্চিত্ব করতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ইনডিপেনডেন্ট টেলিভিশনে দেওয়া স্বাক্ষাৎকারে তিনি বলেন, ড. কামাল ষড়যন্ত্রের শিকার হয়ে নতুন জোট করেছেন। যতদিন বেঁচে আছেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে রাজনীতি করবেন না বলেও মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

শুরু থেকে ঐক্য প্রক্রিয়ার নেতৃত্বে থাকলেও নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টে নেই বিকল্পধারা। নতুন জোটে না থাকাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন দলটির সভপতি বদরুদ্দোজা চৌধুরী ।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ইচ্ছে করে সাজানো জিনিসকেই ষড়যন্ত্র বলা হয়। ড. কামাল তিনি একজন ভালো মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। কয়েক জন মানুষ একত্র হয়ে ড. কামালের মতো একজন বিখ্যাত মানুষটিকে ঠকিয়ে দিল। কিন্তু তিনি সেটা টের পেলেন না, ভালো মানুষ বলেই হয় তো বুঝতে পারেননি।

আপাতত জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকলেও আগামীতে ড কামাল হোসেনের পরিনতি ভালো হবে না বলেও মন্তব্য করে তিনি বলেন, তাদেরও একই রকম খারাপ লাগবে আমরা মতো, এটা নিশ্চিত। আমি তাদের বাধা দেব না এগিয়ে যাও, যাত্রা শুভ হোক। তবে, যাত্রা শুভ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ কোনো চক্রান্তের ওপর ভিত্তি করে কোনো ঐক্য সংগঠিত হয়, তার ভিত্তিটি দুর্বল থাকে।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বাদ দিয়ে তারা হয় তো মনে করছে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু শুধু আমি বঞ্চিত হইনি। যারা বঞ্চিত করেছে, তারা প্রতিটি পদে পদে বঞ্চিত হবে।

তিনি আরো বলেন, আগামীতে যুক্তফ্রন্টের পরিধি বাড়বে। ইতো মধ্যেই কিছু কিছু মন্ত্রীরা যোগাযোগ করেছেন। তার মধ্যে কিছু রাজনৈতিক দলও রয়েছে।

দলীয় প্রধান খালেদা জিয়ার একক সিদ্ধান্তে জামায়াতকে জোটে নেওয়া হয়েছিল তখন এর প্রতিবাদ না করে ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি