শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থাসূচক ১৮ বছরে সর্বোচ্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: অক্টোবরে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থাসূচক উঠেছে ১৩৭.৯ পয়েন্টে। গত অক্টোবরে এ সূচক ছিল ১৩৫.৩ পয়েন্টে। গত ২০০০ সালের সেপ্টেম্বরের পর দেশটির ভোক্তাদের আস্থাসূচক এত বেশি পয়েন্টে উঠল বলে এ তথ্য দিয়েছে দেশটির দি কনফারেন্স বোর্ড। এ সূচক নির্ধারিত হয় অর্থনৈতিক পরিস্থিতি ও আগামী ৬ মাসে তা কেমন যাবে সে সম্পর্কে ভোক্তাদের আস্থা বিবেচনায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে তেজী শ্রমবাজার, বেকারত্ব হ্রাস পেয়ে তা ৩.৭ শতাংশে নেমে যাওয়ার (১৯৬৯ সালের পর থেকে) মত বিষয়গুলো ভোক্তাদের বিবেচনায় স্থান পেয়েছে। গত চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে গত জুলাই থেকে সেপ্টেম্বর ভোক্তাদের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্য ছিল বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন।

দি কনফারেন্স বোর্ডের অর্থনীতিবিদ লিন ফ্রাঙ্কো বলেছেন, ভোক্তারা কখনো চান না অর্থনীতি তার গতি হারাক। আর তাই হয়েছে। মার্কিন অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী হয়ে আগামী বছরের চাহিদা পূরণের জন্যে অপেক্ষা করছে। ২০০১ সালের জানুয়ারির পর কর্মসংস্থান রয়েছে প্রাচুর্যে যা গত ১৮ বছরে সর্বোচ্চ পর্যায়ে ৪৫.৯ শতাংশে অবস্থান করছে। বিএমও ক্যাপিটাল মার্কেটের সিনিয়র অর্থনীতিবিদ জেনিফার লি বলেছেন, শেয়াবাজারের চাঙ্গাভাব দিন শেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ফলে ভোক্তারা আগের চেয়ে পণ্য ক্রয়ে আস্থা ও সাহস দুই পাচ্ছেন। এরফলে অর্থনীতিবিদরা ভরসা পাচ্ছেন কারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতাই মার্কিন অর্থনীতির ৭০ শতাংশের যোগান দিয়ে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি