শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » অপপ্রচারের বিপক্ষে আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও ব্যাখ্যা


অপপ্রচারের বিপক্ষে আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও ব্যাখ্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৮

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার বরুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ বার্তা বরুড়া নামক ভুয়া আইডি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ক্রমাগত।

পরিচয়হীন এই ভুয়া আইডির অপপ্রচারের এবারের শিকার বরুড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি।

শনিবার (৩ রা নভেম্বর) সেই আইডি থেকে একটি পোস্ট করা হয়, তাতে লেখা ছিল বিশিষ্ট শিল্পপতি এজেডএম শফিউদ্দিন শামীম স্কুল ভবনের করার যে কথা দিয়েছেন, উনি সেই কাজ করে কাজের বিল সভাপতির মাধ্যমে পরিশোধ করেন। এই বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিচ্ছি।

বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও ব্যাখ্যাঃ

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এজেডএম শফিউদ্দিন শামীম এর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের এমএ কাদের ভবনের নির্মাণ কাজ শুরু করেন। এমএ কাদের ভবনের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে সেই ভবন সংলগ্ন পূর্বপাশের গেইটসহ দ্বিতল ভবন ও সিঁড়ি ঘরের নির্মাণের মোট ব্যায় প্রায় ৫৬ লাখ টাকা আসে। যার মধ্যে এমএ কাদের ভবনের নির্মাণের জন্য শিল্পপতি এজেডএম শফিউদ্দিন শামীম তাঁর প্রতিশ্রুতির ৩৫লাখ টাকা প্রদান করেন। বাকি কাজ যেহেতু তিঁনি প্রতিশ্রুত দেননি সেহেতু বাকি কাজের খরচ বিদ্যালয়কেই বহন করতে হবে। এই নিয়ে অতিউৎসাহী কারো হতাশ হওয়ার কোনো কারন নেই।

বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জাফর উল্লাহ চৌধুরী বলেন- আকাশ বার্তা বরুড়া একটি ভুয়া আইডি, কোনো এক কুচক্রী মহল তার অসৎ উদ্দেশ্য লুটানোর জন্য একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে, যাতে করে মানহানী হচ্ছে সমাজের গণ্যমান্যদের। আকাশ বার্তা বরুড়া যে ই হোক তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের উচ্চ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মহিবুল্লাহ মীর বলেন, এর আগেও বহুবার বিভিন্ন রাজনৈতিক, সমাজকর্মীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মিথ্যাচার করা হয়েছে আকাশ বার্তা বরুড়া আইডি থেকে। এবার বরুড়ার সবচেয়ে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে মিথ্যাচার করেছে, আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি