শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ৭০ – ১০০ আসনে বাদ পড়ছেন পুরাতন এমপিরা, আসবে জনপ্রিয় তরুণ ও নারী প্রার্থীরা


৭০ – ১০০ আসনে বাদ পড়ছেন পুরাতন এমপিরা, আসবে জনপ্রিয় তরুণ ও নারী প্রার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৮

৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শুরু হয় দলের মনোনয়নপত্র বিক্রি। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে প্রার্থীরা টানা চারদিন ধরে মনোনয়নপত্র নেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, এবার মোট ৪০২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে চুড়ান্তভাবে দলের প্রার্থী ঘোষণা দেবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য ফারুক খান মনে করেন, বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেয়ায় এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আড়াই বছর ধরে চলা জরিপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তথ্য নেয়া হয়েছে। সে হিসেবে এবার ৩০০ এর মধ্যে ১০০ আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।

দলের নীতিনির্ধারকরা জানান, এলাকায় জনপ্রিয় ও আওয়ামী পরিবারের সদস্যদেরই মনোনয়ন দেয়া হবে।

সংসদে সব পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবার খেলোয়ার, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীদের মনোনয়ন দেয়া হবে। এবার কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হবে বলেও জানান কেন্দ্রীয় নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি