শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট : তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তির বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

মি: আলমের আইনজীবী সারা হোসেন জানিয়েছেন, জামিন দেবার ক্ষেত্রে আদালত তিনটি বিষয় বিবেচনা করেছে। পুলিশ যেসব অভিযোগ এনেছে সেসব কথা তিনি আল-জাজিরার সাক্ষাৎকারে বলেননি বলে উল্লেখ করেন সারা হোসেন। জামিন দেবার ক্ষেত্রে আদালত এ বিষয়টি বিবেচনা করেছে বলে জানান সারা হোসেন।

আইনজীবী সারা হোসেন আরো বলেন, মি: আলমকে যখন রিমান্ডে নেয়া হয়েছিল তখন তিনি স্বীকারোক্তিমূলক কোন জবানবন্দি দেননি। এ বিষয়টিও আদালত বিবেচনায় নিয়েছে বলে তিনি জানান।

অগাস্ট মাসে নিরাপদ সড়ক আন্দোলনের চলার পঞ্চম দিনে শহিদুল আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

এরপর তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি