শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ড. কামাল মুলার আশায় বিএনপি জামায়াতে জোট বেঁধেছেন: হানিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে গণতন্ত্রের পক্ষে কাজ করার যে ঘোষণা দিয়েছিলেন ড. কামাল, তা ভুল অ‌ভি‌যোগ ক‌রে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ব‌লে‌ছেন, তাকে রাষ্ট্রপতি বানানোর মুলা ঝুলানো হয়েছে। তাই তিনি জামায়াত বিএনপির সঙ্গে জোট বেঁধেছেন। শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সমীরণ রায়ের লেখা ও সাউন্ড বাংলা প্রকাশনার প্রকাশিত ‘বঙ্গবন্ধু- বাংলাদেশ এক ও অভিন্ন’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।

বইটির লেখককে ধন্যবাদ জানিয়ে হানিফ বলেন, সময়োপযোগী বইটি এমন সময়ে প্রকাশ হয়েছে যখন সারাদেশ নির্বাচন নিয়ে মুখর। বইয়ের নামটিও অর্থবহ। কেন না এদেশ বঙ্গবন্ধুরই অবদান। হঠাৎ করে এদেশের জন্ম হয়নি। ১৯৪৮ সাল ও ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১সাল পর্যন্ত বার বার রক্ত দিতে হয়েছে এদেশের মানুষকে। যার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু।

এই বিএনপি-জামায়াত সহিংসতার রাজনীতি ছাড়তে পারবে না মন্তব্য ক‌রে হা‌নিফ ব‌লেন, তারা ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা আবার নয়া পল্টনে পুলিশের গাড়ি পুড়িয়ে প্রমাণ করল সন্ত্রাসী রাজনীতি ছাড়তে পারবে না তারা।

সব কিছু নিয়ন্ত্রণ ক‌রে লন্ডন থে‌কে অ‌ভি‌যোগ ক‌রে তি‌নি ব‌লেন, ফখরুল ভা‌লো মানুষ সবাই জান‌তো কিন্তু নয়া পল্ট‌নে পু‌লি‌শের উপর হামলা নি‌য়ে তি‌নি যে বক্তব্য দি‌য়ে‌ছেন। তা‌তে তি‌নি মিথ্যাবাদী উপা‌ধি পে‌য়ে‌ছেন অবশ্যই তার কিছুই করার নাই। কারণ লন্ডন থে‌কে যে আ‌দেশ আ‌সে তাকে তা পালন কর‌তে হয়।

জনবিচ্ছিন্ন এই নেতারা অল্প কিছু পাওয়ার আশায় সন্ত্রাসীদের সঙ্গে জোট বে‌ঁধে‌ছে মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, কোন মুলার আশায় ড. কামালরা ঐক্যফ্রন্ট গঠন করেছে যে এমন সন্ত্রাসী কাজের নিন্দা জানালো না। নিন্দা জানা‌বে কেম‌নে লন্ডন থে‌কে যে আ‌দেশ আ‌সে তা‌কে তাই পালন কর‌তে হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন দাস। উপস্থিত ছিলেন ঢকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ। সাউন্ডবাংলা প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার মমিন মেহেদী ও লায়ন শান্তা ফারজানা প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি