শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান বিএনপি নেতাকর্মীদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি, মাঠ বা তৃণমূলকে পাশ কাটিয়ে কেউ যেন উড়ে এসে জুড়ে বসতে না পারে, তা নিশ্চিত করতে হবে। আগামীকাল রোববার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শুরু হবে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। সূত্র : ডিবিসি টেলিভিশন

ঘোষণা অনুযায়ী শুক্রবার শেষ হলো বিএনপির মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া। গেলো কয়েকদিন নয়াপল্টন দলীয় কার্যালয়ে উৎসবের পাশপাশি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিছিল আর কেউবা বাদ্যের তালে তালে আসেন। শেষ মুহূর্তেও মনোনয়ন ফরম অনেকেই জমা দেন।

মনোনয়ন ফরম জমা দিতে আসা নেতাকর্মীরা বলেছেন, গত ১০ বছরে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকেই মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বলে আমরা প্রত্যাশা করি। তবে, নেতাদের প্রত্যাশা চূড়ান্ত বাছাই পর্বটিও হতে হবে স্বচ্ছতার ভিত্তিতে।

দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বলেছেন, আমরা আশা করছি যারা দলের দুর্দিনে মিছিল মিটিংয়ে যায়নি তাদের মনোনয়ন দেয়া হবে না এবং কোনো অযোগ্য লোক এবার মনোনয়ন পাবে না। যারা যোগ্য প্রার্থী তারাই কেবল মনোনয়ন পাবে এটাই আমাদের প্রত্যাশা।

ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীর হাতে ধানের শীষ উঠলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব বলেও মনে করছেন মনোনয়ন প্রত্যাশীরা। মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই বেছে নিতে হবে জানিয়ে একাধিক মনোনয়নপ্রত্যাশী বলেন শ্রম ও ঘাম দিয়ে যারা দীর্ঘদিন দলের পাশে রয়েছে তাদেরকে যেন আবমূল্যায়ন করা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

রোবিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে বিএনপির মনোনয়ন বোর্ড। জোট ছাড়াও ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগি করতে হচ্ছে দলটিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি