শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনে থাকতে চান আইনজীবীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। একইসঙ্গে, নির্বাচনে অগ্রাধিকার ভিত্তিতে আইনজীবীদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতেও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের মহাসমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবীরা এসব দাবি জানান। বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি দাবি করবো না। নির্বাচনে জয়ী হয়ে তাকে কারাগার থেকে বের করে আনবো।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ও আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন।

ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় মহাসমাবেশে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি