শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার সিদ্ধান্তে ‘একমত’ ১৪ দল : নাসিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট: নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিবেন ১৪ দল তার পক্ষেই থাকবে বলে জানিয়েছেন, ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। নির্বাচনে প্রচারণার কাজে ১৪ দলের পক্ষ থেকে তার নেতৃত্বে একটি টিম করা হয়েছে বলেও জানান নাসিম।

শনিবার (১৭নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ জোটের সভাশেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানান।

১৪ দলের ওই প্রচার টিম প্রসঙ্গে নাসিম জানান, ১৬ ডিসেম্বর প্রচার টিম গ্রামে গঞ্জে সভা সমাবেশ করবে। বিজয় দিবস থেকে বিজয় মঞ্চ প্রতিটি জেলা উপজেলায়বিজয় মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাসসহ নির্বাচনী প্রচারণা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

১৪ দলের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয়পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হকপ্রধান, তরিকত ফেডারেশনের সভাপতি মজিবুর বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকখালিদ মাহমুদ চৌধুরী ও উপ-প্রচার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি