শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবের সঙ্গে স¤পর্কচ্ছেদ করবেনা যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮


ডেস্ক রিপোর্টঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প সৌদি আরবের সঙ্গে মার্কিন স¤পর্ক বজায় রাখার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সাংবাদিক জামাল খাসোগজি হত্যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা স্বত্বেও, গত মঙ্গলবার সৌদি-মার্কিন ঘনিষ্ঠ স¤পর্কের ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করে এমন সমর্থন জানান। এসময় তিনি দুই দেশের স¤পর্কের অর্থনৈতিক দিকটিও তুলে ধরেন। ট্রা¤প বলেন, ‘সৌদি আরব আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ, তারা আমাদের দেশের অর্থনীতিতে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগেও রাজী হয়েছে।’ মার্কিন রাষ্ট্রপতি মনে করেন, সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান- এমবিএস জড়িত থাকতেই পারেন তবে এতে দুইদেশের স¤পর্কে কোন পরিবর্তন আনা উচিৎ নয় বলেই মনে করেন তিনি। এসময় তিনি বলেন, আমাদের স¤পর্ক সৌদি আরবের সঙ্গে (যুবরাজের সঙ্গে নয়)।

এদিকে গত মঙ্গলবার ট্রা¤প অন্য একটি বক্তব্যে বলেন, খাসোগজি হত্যার বিষয়ে শতভাগ নিশ্চিত করতে পারেনি সিআইএ। তবে ইতোপূর্বেই মার্কিন গোয়েন্দা সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই হত্যাকা-ে সৌদি আরবের স¤পৃক্ততার কথা জানায়। খাসোগজি হত্যার তথ্যপ্রমাণ স্বচক্ষে পর্যবেক্ষণ করার পর সিআইএ প্রধান তুরস্ক থেকে ফিরেই একথা নিশ্চিত করেন। তুর্কি কর্মকর্তারা তাকে খাসোগজি হত্যার সময় ধারণকৃত অডিও টেপের একটি কপিও হস্তান্তর করেন। এই অডিও টেপের বিষয়ে গত রোববার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রা¤প বলেছেন, সিআইএ’র অনুরোধ স্বত্বেও অত্যন্ত লোহমর্ষক ওই অডিও টেপ তিনি শুনতে অস্বীকার করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি