শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঐক্য নষ্ট করবো না, আসন বণ্টনে সর্বোচ্চ ছাড় দেব : মওদুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ বিএনপির সঙ্গে শরিকদের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত না হলেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টকে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৫০ থেকে ৫৫টি আসন দেয়া হবে। এর মধ্যে ২০ দলীয় জোটের জামায়াতে ইসলামীকে ২৫টি আর এলডিপিকে দেয়া হবে ৩ থেকে ৪টি আসন। -সূত্র : চ্যানেল আই

দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় বেশ উৎসাহ উদ্দীপনাতেই অংশ নিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। তবে, বুধবার মনোনয়নপত্র জমার শেষদিন বেশিরভাগ নেতাই নিজে না এসে প্রতিনিধিদের পাঠিয়েছেন রিটার্নিং বা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
কৌশল হিসেবে প্রায় প্রতিটি আসনেই আছে একাধিক প্রার্থী। চূড়ান্তভাবে কে প্রার্থী হবেন সেটা জানার চেষ্টার পাশাপাশি কর্মীদের বেশি আগ্রহ শরিকদের কোন আসনগুলো ছেড়ে দেয়া হবে সে বিষয়ে।

ব্যারিস্টার মওদুদ বলেছেন, জোটে আসনের ব্যাপারে এখন মুটামুটি মিমাংসা হয়ে গেছে। সেখানে মূল সদস্য হিসেবে থাকছে জামায়াত। তারা ২৫টি আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সামান্য কোনো বিষয়ে জাতীয় ঐক্যে নষ্ট করবো না। দরকার হলে আরো ছাড় দেয়া হবে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, এই জাতীয় ঐক্য গঠন করার ব্যাপারে যদি ছাড় দিতে হলে, তা বিএনপি করবে। এই বিষয়টি দলের সকল নেতা-কর্মীরা জানেন।
এসময় তিনি কর্ণেল অলি আহমেদের কথা উল্লেখ করে বলেন, তিনি হয় তো ৪টি আসন চেয়েছেন। সে বিষয়ে কথা হচ্ছে। আরেকটু সময় নিয়ে ৮ তারিখের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নামও চূড়ান্ত করা হবে ওই সময়ের মধ্যে।

তিনি বলেন, দল বা জোটের প্রার্থী বাছাই সমস্যা নয়, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি