শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চীন ও ইরানের মধ্যে ব্যাংকিং চ্যানেল চালু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  চীন ও ইরানের জয়েন্ট চেম্বার অব কমার্স সভাপতি আসাদুল্লাহ আসকার আওলাদি জানিয়েছেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে বিকল্প ব্যাংকিং চালু করতে একটি চ্যানেল খোলা হবে চীনের ‘কোনলোন’ ব্যাংকের মাধ্যমে।

আসাদুল্লাহ জানান, এক মাস বন্ধ থাকার পর ইরানে কোনলোন ব্যাংকের কার্যক্রম পুনরায় ২ ডিসেম্বর থেকে চালু হবে। গত মাসে চীনের কাছে তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এ ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

ইরানের ফারেস পত্রিকা জানিয়েছে, চীনের কাছে তেল বিক্রির আয় কোনলোন ব্যাংকে জমা হবে। পরবর্তীতে এ অর্থ দিয়ে ইরানের বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর কার্যক্রম শুরু করতে অর্থায়ন করা হবে। এ উদ্যোগ দেশের আমদানি ও রপ্তানি খাতে ব্যাপক সফলতা আনবে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর থেকে ইরানের ওপর দ্বিতীয় দফা অবরোধ কার্যকর হয়। এ অবরোধের মাধ্যমে তেল রপ্তানিকে টার্গেট করা হয়। তবে চীনসহ কিছু দেশকে সাময়িক তেল আমদানির সুযোগ প্রদান করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি