শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুতিনকে ৫ কোটি ডলারের পেন্থহাউস দেয়ার পরিকল্পনা ট্রাম্প টাওয়ার মস্কোর


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন কি না তা নিশ্চিত হওয়া না গেলেও ট্রাম্প টাওয়ার মস্কো রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনকে ৫০ মিলিয়ন ডলারের পেন্থহাউস দেয়ার পরিকল্পনা করছে। এরফলে প্রেসিডেন্ট ট্রাম্পের আবাসিক ব্যবসা প্রতিষ্ঠান মস্কোতে আরো গুরুত্ব পাবে ও কাঙ্খিত ব্যবসা লাভ করতে ধনাঢ্য রুশ ক্রেতাদের নজর কাড়তে সমর্থ হবে বলে মনে করা হচ্ছে। রুশ বংশদ্ভুত রিয়েল এস্টেট ডেভলপার ফেলিক্স সাটার যিনি ওই পেন্থহাউজ পরিকল্পনার সঙ্গে জড়িত তার বরাতেই এ খবর জানা গেছে। ব্লুমবার্গ

ফেলিক্স নিজেই বলেন, ট্রাম্প টাওয়ার মস্কো প্রকল্পে যে ৫০ কোটি ডলার লাভের আশা করা হচ্ছে পুতিনকে একটি পেন্থহাউজ দিতে পারলে এধরনের লক্ষ্যমাত্রা অর্জন খুবই সহজ হবে। তার এ ধারণাকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী মিখায়েল কোহেন। এর আগে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার এক টুইট বার্তায় জানান, রাশিয়া তিনি আবাসিক ব্যবসায় ইচ্ছুক ছিলেন। কিন্তু তেমন কোনো গ্যারান্টি না পাওয়ায় তা সম্ভব হয়নি। ২০১৬ সালেই মস্কো টাওয়ার নামে এ প্রকল্প বাতিল হয়ে যায় কিন্তু তার মূল কারণ এখনো জানা যায়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারনার সময় বাজফিড প্রথম এ বিষয়ে প্রতিবেদন করে।

ফেলিক্স এর আগে ম্যানহাটানে ট্রাম্পের নির্মাণ প্রকল্পে জড়িত ছিলেন এবং এখন ট্রাম্প টাওয়ারের একজন বিশ^স্ত পরামর্শক। তিনি বলেছেন, পুতিনকে ট্রাম্প টাওয়ার মস্কোতে একটি পেন্থহাউস দেয়ার পরিকল্পনার পেছনে আমার ধারণা কাজ করছে যে এরফলে অনের রুশ ধনাঢ্য ব্যক্তি ওই টাওয়ারে ফ্লাট কেনার জন্যে হুমড়ি খেয়ে পড়বেন এবং আমরাও এ প্রকল্প থেকে অতিরিক্ত আড়াই’শ মিলিয়ন ডলার তুলতে পারব।

তবে ব্লুমবার্গের কাছে ট্রাম্পের প্রতিষ্ঠান, তার আইনজীবী কোহেনসহ আরো দুজন আইনজীবী বা হোয়াইট হাউজ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নির্মাণ হলে মস্কো টাওয়ার হবে কমপক্ষে ১’শ তলা ভবন। সময় লাগবে ৩ বছর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি