শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মনোনয়ন নিয়ে ক্ষোভ মহাজোটের শতাধিক আসনে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ ২৬৪ টি আসনে ২৮১ জন প্রার্থী, মনোনয়নপত্র জমা দেয়ার হিসেবে খুব একটা বিপাকে নেই আওয়ামী লীগের নেতৃত্বেধীন মহাজোট। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, ঝাড়– মিছিল সবই করছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। মনোনয়ন নিয়ে মহাজোটের নানা অংশে ক্ষোভ শতাধিক আসনে। সূত্র : এটিএন নিউজ

ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ জামাই-শ্বশুরের বিরোধকে ঘিরে। এই আসনে রেজাউল ইসলাম ভূঁইয়া পেয়েছেন লাঙলের মনোনয়ন। তবে তারই শশুর জিয়াউল হক মিঠুকে চাইছেন জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।

অন্যদিকে বিক্ষোভে পিছিয়ে নেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মঈন উদ্দিন মঈনের সমর্থকরাও। এই একটি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগের সঙ্গে শরিক দলগুলোর প্রবল বিরোধ রয়েছে ফেনী-১, কুড়িগ্রাম-২, কিশোরগঞ্জ-৩ আর পটুয়াখালীর-১ আসনে। ফেনী-১ আসনে মহাজোট থেকে জাসদের প্রার্থী শিরিন আক্তারকে মনোনয়ন দেয়ায় প্রতিবাদে উত্তাল হয়েছে ফুলগাজী পরশুরাম, ছাগলনাইয়ার ভিন্ন সড়ক।

গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয় কুড়িগ্রাম সদর আসনে। গত দুটি নির্বাচনের মতো এবারেও আওয়ামী লীগ এই আসনটি ছেড়ে দিতে পারে জাতীয়পার্টিকে।

তাই সার্বিক অবস্থা বিবেচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারো মনে করিয়ে দিলেন বিদ্রোহী প্রার্থীর ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের কথা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রকম উত্তাল অবস্থা হলে আমাদেরকে কঠোর অস্থানে যেতে হবে। কেউ বিদ্রোহ করলে তাকে বহিস্কার করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি