শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশ আওয়ামী লীগমুক্ত হবে : ব্যারিস্টার খোকন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ সুপ্রিমকোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্নমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তারেক জিয়া, ড. কামালসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা আজ দেশকে আওয়ামী লীগের দখল থেকে মুক্ত করতে চায়। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে আনতে চায়।

বেগম খালেদা জিয়া মুক্ত হবে। দেশ আওয়ামী লীগমুক্ত হবে। শনিবার সময় টিভির টক’শোতে তিনি আরো বলেন, মাঠপর্যায়ে খুবই করুণ অবস্থা বিরাজ করছে। মনে হয় যেনো এমপি সাহেব ওসি সাহেবকে এনেছেন। এখন সিভিলড্রেসে পুলিশরা এমপিসাহেবকে পাহারা দেয়।

তিনি বলেন, সংলাপে প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলাগুলোর লিস্ট চেয়েছিলেন। আমরা লিস্ট দিয়েছিলাম। দেখা গেছে, সেগুলো তো প্রত্যাহার হয়নি, উল্টো আরো নতুন মামলা হচ্ছে। লোটাস কামাল প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, উনার এলাকায় ২৭ তারিখের পর থেকে বিএনপি-জামায়াতের লোক থাকবে না। এসব কথা কি একজন মন্ত্রীর মুখে মানায়?

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেব বলেছেন, নির্বাচন নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্বপালন করবে। আমাদের অনেক মনোনয়নপত্র আপিলের মাধ্যমে সংশোধন হলেও বেগম খালেদা জিয়ারটা হয়নি। রাজনৈতিকভাবেই ওনাকে আটকে রাখা হয়েছে। এ ব্যাপারে সরকার যা চায় সেভাবেই নির্বাচন কমিশন করবে। তাহলে এটা নিরপেক্ষ নির্বাচন হলো না।

খোকন বলেন, আমরা আগে থেকেই বলে আসছি যে, নির্বাচন কমিশনকে সরকার নিরপেক্ষভাবে কাজ করতে দেবে না। নির্বাচন কমিশন কিছুটা সংশোধন করেছেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই। স্বতন্ত্র প্রার্থীকে এলাউ না করার কারণ হিসেবে খোকন বলেন, সরকারিদলে যেন বিদ্রোহী না থাকে এজন্যই স্বতন্ত্র-প্রার্থীদের এলাউ করা হয়নি।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি