শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ময়মনসিংহে টঙ্গীতে হামলার প্রতিবাদ সমাবেশে ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি


ময়মনসিংহে টঙ্গীতে হামলার প্রতিবাদ সমাবেশে ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ ময়মনসিংহে টঙ্গীতে হামলার প্রতিবাদ সমাবেশে ৫০ হাজার লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে ইত্তেফাকুল উলামা ও স্থানীয় তাবলীগের মুরুব্বীরা।
আগামী রবিবার ৯ই ডিসেম্বর দুপুর ২ ঘটিকায় কৃষ্ণ চূড়া চত্ত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। ইত্তেফাকুল উলামা।
টঙ্গীতে ইস্তেমা মাঠে তাবলীগ জামাতের মাঠ প্রস্তুতিকালে নিয়োজিত মুসল্লি ও মাদ্রাসার ছাত্রদের উপর হামলা এবং নিহতের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। পাশাপাশি বিভিন্ন উস্কানীমূলক বক্তবেও অনেকেই ফুসে উঠেন যা প্রশাসনের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাড়ায়।
ময়মনসিংহের আলেম উলামা ও তাবলীগ জামাতের সদস্যদের ব্যাপক অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশের ৫০ হাজার লোক সমাগমের জোর প্রস্তুতি চলছে বলে ইত্তেফাকুল উলামা সূত্রে জানা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি