শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পুলিশের আশ্রয় ছাড়া আ.লীগের মানুষের কাছে যাওয়ার উপায় নেই : আলাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধু কিংবা সোওরায়ার্দীর আদর্শে নেই, সেই আ.লীগ গলিপথে হারিয়ে গেছে। আওয়ামী লীগ এখন পুলিশের আশ্রয়ে চলে, বিচার বিভাগের কিছু বিপথগামী লোকের আশ্রয়ে চলে গেছে। রোববার রাতে যমুনা টেলিভিশনের এক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে জনসমুদ্রের মাধ্যমে পরাজিত কতে পারে এমন দল হলো বিএনপি এবং খালেদা জিয়া। তাই তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আওয়ামী লীগের যতো কৌশল। খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি সংবিধানের ভিত্তিতে বার বার সর্বোচ্চ আসনে জয়লাভ করেছেন। তার জীবনে নির্বাচনে পরাজিত হবার ইতিহাস নেই। এখন তাকেই বাদ দেয়া হচ্ছে নির্বাচন থেকে কৌশল করে। বাংলাদেশে এখন আইন হচ্ছে দুই রকম এক রকম শাসক দলের বেলায় আর একধরনের আইন ক্ষমতার বাইরে থাকা দলগুলোর জন্য।

কারণ একই রকম মামলায় হাজী সেলিম, হুসাইন মুহম্মদ এরশাদ এর মনোনয়ন বাতিল হলো না, বাতিল হলো শুধুমাত্র খালেদা জিয়ার। এমনকি শুধুমাত্র একটা স্বাক্ষর করেই সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়ন বৈধ হলো। এটাই হচ্ছে এখনকার সরকার, আইন আর নির্বাচন কমিশন।

আলাল আরো বলেন, যেহেতু সরকার এবং তার টেকনোক্রেট মন্ত্রীরা বহাল আছে এবং দীর্ঘ ১০ বছর ধরে প্রশাসনকে আ.লীগের মনের মতো করে সাজিয়েছে, ফলে নির্বাচনে তারা সরকারকে সুযোগ সুবিধা দেবে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে সংলাপটা হয়েছে সেই সংলাপ মূলত লোক দেখানো ছিলা, আমাদের একটি দাবিও মানা হয়নি। একটা আশ্বাস দেয়া হয়েছিলো আমাদে নেতাকর্মীদেরকে আর রাজনৈতিকভাবে গ্রেফতার করা হবে না। কিন্তু সেই কথার কোনো ধরনের বাস্তবায়ন হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি