শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জেএসসি-জেডিসি ও প্রাথমিকের ফল প্রকাশ ২৪ ডিসেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ বছর দুই সমাপনী পরীক্ষা প্রায় ৫৭ লাখ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী আর জেএসসি ও জেডিসি পরীক্ষা ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশে নেয়। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় যা শেষ হয় ২৬ নভেম্বর। ১০০ নম্বর করে ছয়টি বিষয়ের মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি