শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শেরে বাংলা নগর থানায় নাশকতার মামলায় দুলুকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দুলুর একান্ত ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি জানান, আজ ১১টার সময় বাসা থেকে ডিবি পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করে নিয়ে গেছে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, ‘তাকে গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবার নাটোর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। আদালতে দণ্ডিত হওয়ায় মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল রিট করেন। হাইকোর্ট এই নেতাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছিল। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। আপিলের শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি