শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শাহরুখকে পাত্তাই দেননি হিলারি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ হেভিওয়েট বিয়ে, হেভিওয়েট অতিথি। আর তাঁদের মনোরঞ্জনে আমন্ত্রণ জানানো হয়েছিল হেভিওয়েট সব গায়ক-গায়িকা, নায়ক-নায়িকাকে। ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ের বিয়ে বলে কথা। তার সংগীত উৎসবে অতিথির তালিকায় ছিলেন সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন, সেক্রেটারি জন কেরি। সুতরাং সালমান-শাহরুখেরা নাচতে আসবেন, বিয়ন্স নোয়েলসরা গাইতে আসবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই বিয়ের সংগীত উৎসবের একটি ভিডিও বোকা বানিয়ে দেবে শাহরুখপ্রেমীদের।

মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব সামিরা খান টুইটারে আপলোড করেছেন ইশা আম্বানির সংগীত উৎসবের একটি ভিডিও। সেখানে বাজছিল ‘লেটস নাচো’, ‘আভি তো পার্টি শুরু হই হে’, ‘টিউন ম্যারি এন্ট্রি’, ‘জুম্মে কি রাত’সহ আরও নানা বলিউডি গান। গানের তালে তালে নাচছিলেন অতিথিরা। এ সময় নৃত্যরত শাহরুখ খান ধরলেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের হাত। শাহরুখকে পাত্তাই দিলেন না তিনি। ভারতীয় পোশাক পরা হিলারি শাহরুখের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নাচতে শুরু করলেন জন কেরির সঙ্গে। ব্যথিত হৃদয়ে হাসি-হাসি মুখ করে শাহরুখ নাচতে নাচতে জায়গাটি ত্যাগ করেন। কয়েক মুহূর্ত পরে তাঁকে আমির খানের সঙ্গে নাচতে দেখা যায়।

ভারতের রাজস্থানের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেল গত শনিবার সন্ধ্যায় ছিল এই সংগীত উৎসব। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের বিয়ে হচ্ছে আজ বুধবার। বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে আম্বানিদের ২৭তলা ভবন অ্যাতেলিয়ায় করা হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। এ বাড়িকে বলা হয় বিশ্বের সব থেকে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন। এমনকি বাড়িটির আশপাশের সড়কও সেজেছে আলো ও ফুলে। বাড়ির প্রবেশমুখের কাছে করা হয়েছে গোলাপি ফুলের দেয়াল।

সংগীত উৎসবে অন্য তারকাদের মধ্যে আরও ছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, আমির খানের স্ত্রী কিরণ রাও, অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ক্যাটরিনা কাইফ, কারিশমা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সাক্ষী ধোনি, শচীন টেন্ডুলকার, স্মৃতি ইরানি প্রমুখ। বলা যায়, বলিউডের হেভিওয়েট প্রায় সবাই ছিলেন সংগীত উৎসবে। তবে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র ৬০০ অতিথিকে। তালিকার সংখ্যাটিই বলে দিচ্ছে, কেবল বিশেষ সম্মানিত সব অতিথিই এ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। ধারণা করা হচ্ছে, বর-কনের পরিবারের লোকজন, বলিউড তারকা এবং কয়েকজন হাইপ্রোফাইল রাজনীতিক রয়েছেন এই তালিকায়। অতিথিদের নিরাপত্তার জন্য বিশেষভাবে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি