শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৮


ডেস্ক রিপোর্টঃ নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলে ইট পাটকেল ও গুলি ছোড়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূঁইয়া ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুল বাদী হয়ে নেত্রকোনা-৩ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীসহ ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন। এ মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আটপাড়া উপজেলায় যুব লীগের মিছিলে বিএনপির পেট্রোল বোমা হামলার ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে একই আসনের কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর শহরে একটি মিছিল বের করে। মিছিলটি বিএনপির প্রার্থীর বাসা ও দলীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মিছিলের ওপর বিএনপির কার্যালয় থেকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে মিছিলকারীরা উত্তেজিত হয়ে বিএনপির কার্যালয়ের দিকে ধাওয়া করলে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী তার বাসার ছাঁদের ওপর থেকে মিছিলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে পৌর আওয়াম লীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, শ্রমিক-লীগ নেতা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রিয়াদ হোসেন তালুকদার দোলন ও কান্দিউড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মাসুদ রানাসহ অন্তত ১০-১২ জন আহত হন। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা জানান, নির্বাচন বানচাল করতে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালী শান্তিপ্রিয় প্রতিবাদ মিছিলে তার বাসভবনের ছাদ থেকে গুলি বর্ষণ করেছে। আমরা এই নাশকতাকারী রফিকুল ইসলাম হিলালীর অবিলম্বে গ্রেফতার দাবি করি।

এ বিষয়ে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী সাংবাদিকদের জানান, মিছিলকারীরা আমার বাসায় হঠাৎ হামলা করে কয়েকটি গাড়িসহ ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে আত্মরক্ষার্থে বাসার ভেতর থেকে আমি কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী মামলা দায়ের ও ১০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি