শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচনে অনিয়মের সব তথ্য বিশ্বের সামনে তুলে ধরবো : মওদুদ আহমেদ


নির্বাচনে অনিয়মের সব তথ্য বিশ্বের সামনে তুলে ধরবো : মওদুদ আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ তফসিল ঘোষণার পর থেকে, ভোট গ্রহণ এবং নির্বাচনের ফলাফলসহ কী কী ঘটেছে, যতটুকু সম্ভব তথ্যভিত্তিক একটি প্রতিবেদন তৈরির মাধ্যমে সারাবিশ্বকে জানানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, নির্বাচনে সবক’টি আসনের অনিয়মের তথ্য প্রমাণসহ প্রতিবেদন তৈরি করে বিশ্বের সামনে তুলে ধরবো। শুক্রবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটাররা ভোটসেন্টারে গিয়ে ভোট দিতে পারেননি। আমরা সব তথ্য উদ্ঘাটন করবো এবং দেশে-বিদেশে উপস্থাপন করবো।

তফসিল ঘোষণার পর থেকে, ভোট গ্রহণ এবং নির্বাচনের ফলাফলসহ কী কী ঘটেছে, যতটুকু সম্ভব তথ্যভিত্তিক একটি প্রতিবেদন তৈরির মাধ্যমে সারাবিশ্বকে জানানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রার্থীরা আগে স্ব স্ব এলাকায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তুলে ধরবে। তারপর পর্যায়ক্রমে মামলা হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখানকার সব বিষয় জানে বলেও তারা বিশ্বাস করেন।

এদিকে ঢাকার গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির আরও দু’জন নেতা। অন্য নেতারা হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তাবিথ আউয়াল। তারা কেউই এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিভাবে বক্তব্য দেননি।

তবে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণেই তারা গিয়েছিলেন এবং বিএনপি এবং তাদের জোটের নির্বাচিতদের শপথ নেয়া না নেয়া এবং নতুন সংসদে যোগ দেয়ার প্রশ্নে দলটির মনোভাব জানতে চেয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি