শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মতামত » ফলাফল প্রত্যাখ্যান করলেও বিএনপি ধ্বংসাত্মক কোনো কর্মসূচি দেয়নি: সোহরাব হাসান


ফলাফল প্রত্যাখ্যান করলেও বিএনপি ধ্বংসাত্মক কোনো কর্মসূচি দেয়নি: সোহরাব হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ নির্বাচনের পর বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করলেও কোনো ধ্বংসাত্মক কর্মসূচি নেয়নি বলে মন্তব্য করেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান।

নির্বাচনের পর বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করলেও কোনো ধ্বংসাত্মক কর্মসূচি নেয়নি বলে মন্তব্য করেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান।

শনিবার  তিনি এসব কথা লিখেছেন।

সোহরাব হাসানের ভাষায়, ফলাফল প্রত্যাখ্যান করলেও বিএনপি নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করছে, নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

‘তারপরও বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা-১০-এ বিএনপির প্রার্থী আবদুল মান্নানের বাড়িতে হামলার ঘটনা তিনি থানায় মামলা দিতে গেলে থানা তা নেয়নি। এটি কী ধরনের আইনের শাসন?’

সোহরাব হাসান আরো লিখেছেন, নির্বাচনের আগে বিএনপির নেতা-কর্মীদের নামে যত নাশকতার মামলা দেওয়া হয়েছে, সেগুলো সত্যি সত্যি ঘটলে বাংলাদেশ ইতিমধ্যে লিবিয়া-ইরাক-আফগানিস্তান হয়ে যাওয়ার কথা। নির্বাচনের আগে দেশে একটি অস্বাভাবিক অবস্থা চলছিল। সেটি স্বাভাবিক করতে এখনই এসব গায়েবি মামলা তুলে নেওয়া প্রয়োজন।

‘এসব গয়রহ মামলায় যাঁরা আসামি, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।

এবং এটাই হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি নতুন বছরে নতুন সরকারের কিঞ্চিৎ সদিচ্ছার প্রকাশ।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি