শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যে কারণে অভিনয় ছেড়েছেন দিঘী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না, মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ দেশের বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই একটি সংলাপের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান শিশুশিল্পী দিঘী।

বিজ্ঞাপনটি প্রচারের পর অভিনয় করেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। বরেণ্য নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘কাবুলিওয়ালা’ সিনেমায় প্রথম অভিনয় করেন। এই ছবিটির মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় দিঘী। এরপর বেশকয়েকটি সিনেমায় শিশু শিল্পীর হয়ে কাজ করেন।

কিন্তু হঠাৎ করেই ক্যামেরার অন্তরালে চলে যান দিঘী।

এ বিষয়ে দিঘীর বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া বলেন, ‘দিঘীর চলচ্চিত্রে কাজ করা আপাতত বন্ধ আছে। তার মানে এই না যে সে আর কখনও কাজ করবে না। সে চলচ্চিত্রে কাজ করবে। মোটামুটি আর বছর দুয়েক পরে দিঘী চলচ্চিত্রে ফিরবে।

কী কারণে চলচ্চিত্রের বাহিরে রয়েছে দিঘী? জানতে চাইলে দিঘীর বাবা আমাদের সময় ডট কমকে জানান, আমরা চলচ্চিত্রের মানুষ। দিঘীর মা দোয়েল ছিলেন চলচ্চিত্রের নায়িকা। সবদিক থেকে আমাদের চলচ্চিত্রের প্রতি ভিষণ টান রয়েছে। দিঘীর মা ২০১১ সালে মারা যান। তার স্বপ্ন ছিল দিঘী ডাক্তার হবে। সই স্বপ্ন পূরনের লক্ষ্যে পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য চলচ্চিত্রকে বিদায় জানাবার সিদ্ধান্ত জানিছিলেন দিঘী।

তিনি আরও জানান ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। তাই পড়াশোনা নিয়েই ব্যস্ত আছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর দিঘী চলচ্চিত্রে ফিরবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি